Tuesday, November 4, 2025

বৃহস্পতিবার শুরু ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক

Date:

Share post:

ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮৬ তম বৈঠক শুরু হতে চলেছে বৃহস্পতিবার। বাংলাদেশ থেকে আসা ১১ সদস্যের প্রতিনিধি দলের ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে বসবেন। বৈঠক থেকে গঙ্গা-পদ্মা জল চুক্তির পুনর্নবীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে চলা নদীগুলির সমস্যা নিয়ে আলোচনা। দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের পর এই বিষয়টি নিয়ে ছয় সদস্যের একটি টেকনিক্যাল কমিটি গঠিত হতে পারে। সেখানে দুই দেশের প্রতিনিধিরা থাকবেন ৷ এই টেকনিক্যাল কমিটি মূলত আগামী তিনমাসের মধ্যে এই চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে খবর। যৌথ নদী কমিশনের বৈঠকে এই কমিটির বিষয়ে আলোচনা হবে ৷

উল্লেখ্য, ১৯৯৬ সালে এই গঙ্গা জলচুক্তি হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এইচ ডি দেবেগৌড়া ৷ পশ্চিমবঙ্গে তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ৩০ বছরের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ৷ তাই এখন থেকেই এই নিয়ে আলোচনায় আগ্রহী দুই দেশ। বৈঠকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যেমন থাকবেন, তেমন বেশ কয়েকটি রাজ্যের প্রতিনিধিরাও থাকবেন ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই বৈঠকে রাজ্য প্রশাসনের তরফ থেকে তিনজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন সেচ দফতরের প্রধান সচিব মণীশ জৈন, থাকছেন অপর দুই গুরুত্বপূর্ণ সচিব সঞ্জয় কুণ্ডু ও বিপ্লব মুখোপাধ্যায় । তাদের মাধ্যমেই রাজ্য সরকারের বক্তব্য সরাসরি উপস্থাপিত হবে সেখানে ।

আরও পড়ুন- নয়া দায়িত্বে নয়াগ্রামের বিধায়ক, আদিবাসী পর্ষদের চেয়ারপার্সন হলেন দুলাল মুর্মু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...