Sunday, November 2, 2025

রেলের নিয়োগে কোটি কোটির দুর্নীতি: বাতিল গোটা গ্রুপ-সি প্যানেল

Date:

Share post:

গোটা রেল ব্যবস্থাকে কার্যত কোমায় ঠেলে দিয়েছে বর্তমান রেলমন্ত্রক (Ministry of Railway)। একদিকে পরিষেবার হাল বেহাল। অন্যদিকে টিকিটের দামে নাভিশ্বাস যাত্রীদের। রেলে নিয়োগে ১.১৭ কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তার জেরে এবার রেলের নিজেদের নজরদারিতেই উঠে এলো নিয়োগ দুর্নীতির তত্ত্ব। বাতিল (cancel) করে দেওয়া হল গ্রুপ-সি (Group-C) নিয়োগের পুরো প্যানেল।

রেলের গ্রুপ-সি (Group-C) নিয়োগের জন্য প্রতিটি ডিভিশনের আলাদা পরীক্ষা হলেও তা কেন্দ্রীয়ভাবে (Railway Recruitment Board) তত্ত্বাবধান করা হয়। এর আগেই এই নিয়োগের পরীক্ষায় বেনিয়ম নিয়ে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি পূর্ব মধ্য ডিভিশনের কয়েকজন আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।

এরপরই বুধবার রেলের তরফে সার্কুলার জারি করে গ্রুপ-সি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। রেলের সব ডিভিশনকে নির্দেশিকা দিয়ে জানানো হয় ৪ মার্চ পর্যন্ত গ্রুপ-সি (Group-c) স্তরে যে সব নিয়োগ বাকি রয়েছে, তা বাতিল (cancel) বলে ঘোষণা করা হল। এই নিয়োগ প্রক্রিয়া আবার পর্যবেক্ষণ করা হবে বলে সার্কুলারে জানানো হয়।

ইতিমধ্যেই রেলের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ১.১৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে ২৬ রেল আধিকারিক। এই পরিস্থিতিতে প্রথমে নিয়োগ বাতিলের (cancel) পথে রেল। সেই সঙ্গে সার্কুলারে জানানো হল, যেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) পরবর্তী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত কোনও নিয়োগ প্রক্রিয়া চালানো না হয়।

spot_img

Related articles

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...

হ্যালো মিস্টার খান, আজ থেকে আপনি সিনিয়র সিটিজেন!

দিল্লি থেকে মুম্বই আসার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেননি তিনি, আজ সেই মানুষটাকে দেখতে কয়েকশো কোটি টাকার টিকিট...

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...