রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ, রয়েছে কি বৃষ্টির সম্ভাবনা? কি বলছে আবহাওয়া ?

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। দুবাইতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে ফুটছে উন্মাদনার পারদ। তবে কী বলছে দুবাইয়ের আবহাওয়া? রয়েছে কি বৃষ্টির পূর্বাভাস? চলুন দেখে নেওয়া যাক।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দিনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। স্থানীয় সময় দুপুর ১টা থেকে খেলা শুরু হওয়ার কথা। জান যাচ্ছে, সেই সময় ৩৪ ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ বেশ গরম। তবে যত খেলা গড়াবে ততই তাপমাত্রা কমতে থাকবে। তবে খেলা শুরু হওয়ার সময় আকাশ পরিষ্কার থাকলেও দুপুর ৩টে থেকে আকাশে মেঘ জমার কথা রয়েছে। তারপর থেকে সারা দিনই আকাশে মেঘ থাকার কথা। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

যদিও বৃষ্টি হলে ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। যদি কোন কারণে বৃষ্টি হয় , রবিবার যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে ম্যাচ হবে সোমবার।

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারত জিতেছিল।

আরও পড়ুন- আজ অ্যাওয়ে ম্যাচে লাল-হলুদের সামনে নর্থইস্ট ইউনাইটেড, ক্লেটন, বিষ্ণুরাই ভরসা বিনোর