Wednesday, December 17, 2025

খড়ের গাদায় উদ্ধার তৃণমূল কর্মীর ভাইয়ের দেহ! পরিকল্পনা করে খুনের অভিযোগ পরিবারের 

Date:

Share post:

হেমতাবাদে তৃণমূল নেতার ভাইকে ভয়ঙ্করভাবে পুড়িয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার খড়ের গাদার ভিতর স্কুটি-সহ বিট্টু ক্ষেত্রির পোড়া দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের সময়ও ধিকি ধিকি আগুন জ্বলছিল। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। পরিকল্পনা করেই বিট্টুকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

পরিবারে সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যে ৭ টা নাগাদ আর পাঁচটা দিনের মতই স্কুটি নিয়ে বের হয়েছিলো বিট্টু। রাত সাড়ে ১০ টা নাগাদ রাতের খাওয়ার খেতে আসার জন্য ফোন করেছিলো তার অন্তঃসত্ত্বা স্ত্রী। কিন্তু দুটি ফোনে সুইচড অফ আসায় চিন্তা শুরু করে পরিবারের সদস্যরা। এরপর রাত বাড়তে খোঁজাখুঁজির পর থানায় নিখোঁজের কথাও জানায়। কিন্তু সকাল বেলাতেই খড়ের গাদার ভেতরে আগুনে পুরোপুরি ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয় বিট্টুর। পুলিশ সুপার সানা আখতার জানান, পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অপরাধী ধরা পড়বে। ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ বোঝা যাবে।

২০১৬ সালে সবিতা ক্ষেত্রি বিধানসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী ছিলেন। মৃতের দাদা বাবন ক্ষেত্রি বলেন, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিট্টু। তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন রাত সাড়ে আটটা নাগাদ। তারপর আর খোঁজ মেলেনি। রাতে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সকালে প্রকাশ্যে আসে এই ঘটনা। হেমতাবাদ থানার ধোঁয়ারই এলাকায় খড়ের গাদার মাঝে স্কুটি সমেত বিট্টুর দগ্ধ দেহ উদ্ধার হয়। পুরো শরীর পুড়ে গিয়েছে তাঁর। কী কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় সহ পদস্থ কর্তারা। সুত্রের খবর দেহের অবশিষ্ঠাংশ নিয়েই রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে এনে ময়নাতদন্ত হয়। সুত্র মারফত জানা গেছে ওই দেহের নমুনা ফরেন্সিক তদন্তে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ডি এন এ টেস্টের জন্যও। বিট্টু ক্ষেত্রীর দুটো নাম্বারেরই কল লিস্ট চেক করা হচ্ছে।

এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে আনা হয় পুলিশ কুকুরও। দলের ব্লক সভাপতি আশরাফুল আলি জানান, বিট্টুর পরিবার তৃণমূল কংগ্রেসের। বিট্টু নিজেও কয়েক বছর আগেও সক্রিয়ভাবেই দলের সাথে যুক্ত ছিলো। তবে ঘটনাটি সুদে টাকা ধার দেওয়ার জন্য হতে পারে বলেও জানান তিনি। অপরদিকে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, বিট্টু ক্ষেত্রি সুদের ব্যবসা করতেন। টাকা ফেরত চাইতে এই ঘটনা ঘটছে কিনা পুলিশ তদন্ত করছে। তিনি আরও জানান, যেই দোষী হোক তাকে খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন। অপরদিকে বিট্টু হত্যা কান্ডে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে পথ অবরোধ বিক্ষোভ করে পরিবার।

আরও পড়ুন- নিয়মরক্ষার ম্যাচে দুরন্ত জয় মোহনবাগানের, গোয়াকে হারাল ২-০ গোলে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...