লুধিয়ানায় ভেঙে পড়লো বহুতল কারখানা, ধ্বংসস্তূপের তলায় আটকে একাধিক!

পাঞ্জাবের লুধিয়ানার (Ludhiana, Punjab) ফোকাল পয়েন্ট এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল কারখানা।ধ্বংসস্তূপের তলায় আটকে একাধিক শ্রমিক। রাতভর চলল উদ্ধারকাজ। শনিবার সন্ধ্যার এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF ) পাশাপাশি পুলিশ, স্বাস্থ্যবিভাগ, দমকল কর্মীরাও উদ্ধার কাজে হাত লাগান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রেনের সাহায্যে ওই কারখানার প্রথম তলায় সংস্কারের কাজ চলার সময় অসাবধানতাবশত কোনও একটি পিলার ভেঙে যায়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। যখন দুর্ঘটনা ঘটে তখন সেখানে অন্তত ৩০ জন শ্রমিক কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। অনেকেই সরে আসতে পারলেও ১২ থেকে ১৫ জন ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন। প্রাথমিকভাবে ছজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এক্স হ্যান্ডেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফ থেকেও পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।