চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসর রোহিতের ? মুখ খুললেন গিল

এই নিয়ে শুভমন বলেন, “ আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর থেকেই জোর জল্পনা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ভস্রত অধিনায়ক রোহিত শর্মা। টি-২০ বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে সরে দাঁড়ান। এবার কি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর অবসর নেমে রোহিত? এই নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমন গিল। বললেন, আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না।

এই নিয়ে শুভমন বলেন, “ আমরা এই বিষয়ে এখন কোনও আলোচনা করছি না। ম্যাচ জেতার কথা ভাবছি। কীভাবে ম্যাচ জিতব সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আমার মনে হয, রোহিত ভাইও এখন জেতার কথাই ভাবছে। ওর সব লক্ষ্য দেশের হয়ে আর একটা আইসিসি ট্রফি জেতা।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতি। তারপরে রোহিতভাই অবসরের কথা ভাববে। “

বর্ডার-গাভাস্কর ট্রফিতে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ব্যাট হাতে দাপট দেখাতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে ফাইনালে রোহিতের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন- আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, এই ম্যাচে চাপ নিতে নারাজ গিলের