Sunday, February 1, 2026

দিন বদল! ১৫ মার্চ তৃণমূলের ভার্চুয়াল বৈঠক

Date:

Share post:

ফের তৃণমূলের বৈঠকের দিনবদল। বৈঠক হবে ১৫ তারিখই। ভোটার তালিকা থেকে ভূতুড়ে ভোটার তাড়াতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় সাফাইয়ে গড়ে দিয়েছেন কমিটি। গত বৃহস্পতিবার, সেই কমিটির বৈঠকে উপস্থিত থাকতে পারেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee)। সেদিনই জানানো হয়েছিল ১৫ মার্চ ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পরে সেই দিন পরিবর্তন করে ১৬ তারিখ করা হয়। কিন্তু ফের দিন বদল করে ১৫ মার্চ বৈঠক বলে জানানো হল।

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট (Voter List) পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তৃণমূল সুপ্রিমো। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banrejee), ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে ৬ মার্চ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। তবে, অন্য জরুরি কাজ থাকায় বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিন বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে। কিন্তু হোলি উৎসব থাকায় পরে ওই বৈঠকেরই দিন বদল করে ১৬ তারিখ করা হয়।

তবে, সূত্রের খবর রবিবার তৃণমূল নেতৃত্বের জনসংযোগের কাজ থাকায় রবিবারের বদলে ফের শনিবার বৈঠকের কথা জানানো হয়। তৃণমূল সূত্রে খবর, বৈঠকের নতুন সূচির বিষয়ে দলের সর্বস্তরে জানিয়ে দেওয়া হয়েছে।

১৫ মার্চ, শনিবার বিকেল ৪টেয় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। যোগ দেবেন তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান, বিধায়ক, সাংসদ এবং শাখা সংগঠনের প্রতিনিধিরা।

spot_img

Related articles

শুক্রের পরে শনিতে: রাজ্য পুলিশে ফের সংশোধন ও রদবদল

শুক্রবার রাজ্য পুলিশের ডিজি পদে এসেছেন পীযূষ পাণ্ডে। এরকমই রাজ্যের পুলিশের (West Bengal police) শীর্ষ পদে ব্যাপক রদবদল...

সোমে মাধ্যমিক, এখনও নেই অ্যাডমিট! ৮৬টি স্কুলকে চরম হুঁশিয়ারি পর্ষদের

হাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। সোমবার থেকেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বড় পরীক্ষা ‘মাধ্যমিক’। অথচ দুশ্চিন্তার পাহাড়...

নারী সুরক্ষায় বড় পদক্ষেপ: মহিলাদের সুবিধার্থে বিশেষ পার্কিং জোন চালু করল অ্যাক্রোপলিস মল

কলকাতার অন্যতম জনপ্রিয় শপিং ডেস্টিনেশন ‘অ্যাক্রোপলিস মল’ মহিলা ক্রেতা ও চালকদের সুবিধার্থে একগুচ্ছ অভিনব পদক্ষেপ গ্রহণ করল। মহিলাদের...

সেঞ্চুরির পর কিপিংয়ের মহড়াও সারলেন ঈশান, বিশ্বকাপের প্রথম একাদশ বেছে নিলেন গম্ভীর?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি২০ ম্যাচে ৪৬ রানে জিতল ভারত(India)। সিরিজের ফল ৪-১ । টি২০ বিশ্বকাপ শুরুর সাত দিন...