Thursday, August 28, 2025

তুলে নেওয়া হবে রাস্তার কল! জল অপচয় রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

জলের অপচয় বন্ধ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে মঙ্গলবার বিজেপি বিধায়ক শংকর ঘোষের প্রশ্নের উত্তরে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, একাংশের মানুষের জল অপচয়ের অভ্যাসের কারণে অনেক মানুষ বিশুদ্ধ জল পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা বন্ধ করা প্রয়োজন। সেই কারণে পুরসভা গুলিকে জলের অব্যবহৃত স্ট্যান্ড পোস্ট তুলে দিতে বলা হয়েছে।

মন্ত্রী জানান রাজ্যে বর্তমানে ৭৩ হাজারের কাছাকাছি স্ট্যান্ড পোস্ট রয়েছে। আসন্ন গ্রীষ্মের মরশুমে জলের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সেগুলিতে কল লাগানো হচ্ছে। ইতোমধ্যেই ৭০ হাজারের বেশি স্ট্যান্ড পোস্টে কল লাগিয়ে দেওয়া হয়েছে। তবে দেখা যাচ্ছে একাংশের মানুষ বারবার ওই সব কল ভেঙে দিচ্ছে। এর ফলে জল অনিয়ন্ত্রিত ভাবে বেরিয়ে যাচ্ছে। কোনো স্ট্যান্ড পোস্টে বারম্বার এধরণের ঘটনা ঘটলে সেগুলি তুলে দেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে এপর্যন্ত রাজ্যের ৭৫ শতাংশ পুর এলাকায় প্রতিটি বাড়িতে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী জানিয়েছেন, সাড়ে ৬৪ লক্ষ বাড়িতে জল পৌঁছে দিয়েছে রাজ্য সরকার । মার্চ মাসের মধ্যে আরও ১১ লক্ষ ৮২ হাজার বাড়িতে জলের সংযোগ দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, পানীয় জলের অপচয় রুখতে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় জল যাতে নষ্ট না হয় সেই জন্য তিনি জনস্বাস্থ্য ও কারিগরি দফতরকে নির্দেশ দিয়েছিলেন। বাড়ি বাড়ি চলেছিল জল অপচয় বন্ধের অভিযান। আর এবার বিধানসভায় দাঁড়িয়ে জল অপচয় রুখতে কড়া পদক্ষেপের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন- আইপিএলে একাধিক নিষেধাজ্ঞা, বোর্ডকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...