রাজনৈতিক লড়াইয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে প্ররোচনামূলক মন্তব্য করে বিতর্ক বাড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তিনি বলেন, ওদের দলে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলে দেব। তার এই মন্তব্য নিয়ে তোপ দাগলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার কুণাল বলেন, অত্যন্ত আপত্তিজনক কথা। একজন বিজেপি বিধায়ক এইভাবে ধর্মের ভিত্তিতে ‘চ্যাংদোলা’ করে বের করে দেব বলতে পারেন না। এটা একটি অপরাধমূলক বিবৃতি। এই ধরনের বিবৃতি ভারতবর্ষের সংবিধানের বিরোধী। এটা একটা ভয়ংকর প্ররোচনা। সমস্ত দিক দিয়ে কোণঠাসা হতে হতে, বিভিন্ন জায়গা থেকে কোণঠাসা হতে হতে বিরোধী দলনেতা তার মানসিক অস্থিরতা থেকে এই ধরনের বিবৃতি দিয়েছেন। চূড়ান্ত প্ররোচনামূলক, অপরাধমূলক এই বিবৃতির আমরা তীব্র প্রতিবাদ করছি।

মঙ্গলবারও বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনেছিল বিরোধী বিজেপি। বিরোধী দলনেতা বিষয়টি নিয়ে আলোচনার দাবি করেছিলেন। কিন্তু তা ‘অপ্রাসঙ্গিক’, এই যুক্তিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি বিধায়করা। অধিবেশন কক্ষের ভিতরে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।পাশাপাশি কাগজ ছোড়া হয়।বিধানসভা গেটের বাইরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কিত মন্তব্য করেন বিরোধী দলনেতা।

আরও পড়ুন- রাজ্যে প্রথম! এসএসকেএম হাসপাতালে চালু হচ্ছে রোবোটিক সার্জারি

_
_

_

_

_

_

_

_

_