Wednesday, December 3, 2025

সোদপুরের ঘোলায় ট্রলিতে যুবকের দেহ, চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে

Date:

Share post:

এবার সোদপুরের ঘোলায় ট্রলিতে মিলল যুবকের দেহ। চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাতেই ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

জানা গিয়েছে, ক্যাব চালকের বুদ্ধির জোরেই লাশ পাচারের আগে ধরা পড়ে যায় কীর্তিমানরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান , নারকীয় কাণ্ডের নেপথ্যে টাকা সংক্রান্ত বিবাদ। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগেরবাজার থেকে দু’জন অ্যাপ ক্যাব ভাড়া করে। তাদের সঙ্গে ছিল ট্রলি। মুড়াগাছা পেরিয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে অন্ধকার জায়গায় গাড়িটি দাঁড় করাতে বলেন যাত্রীরা। তখন প্রায় রাত ১২টা। আচমকা গাড়ি দাঁড় করানোয় সন্দেহ হয় চালকের। রাহল অধিকারী নামে ক্যাব চালক দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করেন। পাশাপাশি ডিকিতে রাখা ট্রলি কেন ভারী, তিনি প্রশ্ন করতেই শুরু হয় বচসা। সেই সময় ঘোলা থানার পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন।

বাকবিতণ্ডা দেখে দাঁড়িয়ে পড়েন তারা। কারণ জিজ্ঞাসা করতেই একজন যাত্রী চম্পট দেয়। তখনই অন্য যাত্রীকে আটক করে পুলিশ। চালক ট্রলির কথা জানাতেই পুলিশ তল্লাশি চালায়। ট্রলি খুলতেই ভয়ংকর দৃশ্য।

দেখা যায়, ভিতরে রাখা এক যুবকের দেহ হাত ও পা বাধা সেলোটেপ দিয়ে। মুখ-সহ শরীরের উপরের খানিকটা অংশ ঢাকা ছিল প্লাস্টিকে। মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা টি-শার্ট। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা। দেহ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নথি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যাপ ক‍্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

spot_img

Related articles

রায়পুরে বৃষ্টি নাকি পাটা পিচে প্রচুর রান, অনুকূল আবহাওয়ায় চনমনে মেজাজে ভারত

ফের টস হারল ভারত। এই দিয়ে টানা কুড়ি বার। প্রথমে বল করা সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (Ind vs...

রাজ্যে ফের পারদ পতন! বুধে নিম্নমুখী তাপমাত্রা 

পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণিঝড় শীতের ইনিংসের সাময়িক বাধা দিলেও হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস মতোই বুধবার থেকে তাপমাত্রার...

দিল্লি নয়, সোনালিকে বীরভূমে ফেরানোর সুপ্রিম নির্দেশ! কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টে সোনালি বিবি (Sonali Bibi Case in Supreme Court) মামলায় বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।সোনালি খাতুন...

আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে এক্সপেরিমেন্টের পথে গম্ভীর! 

ঘরের মাটিতে প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজের চুনকাম হওয়ার পর প্রথম একদিনের ম্যাচে (Ind vs SA) রো-কো (Rohit Sharma-...