Monday, November 3, 2025

যাদবপুর কাণ্ডে অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি আদালতের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় অভিযুক্তকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্টে অভিযুক্তের ব্যবহৃত ফোন নিয়ে তাঁকে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। বুধবার এই মামলার শুনানিতে আদালত জানায় এফআইআরে ছাত্র উদ্দীপন কুণ্ডুর (Uddipan Kundu) নাম রয়েছে। তিনি পড়ুয়া বলে তাঁকে তদন্তের বাইরে রাখা হবে এমন মনে করার কিছু নেই। অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা আদালত। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

গত ১ মার্চ ওয়েবকুপার মিটিং চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনের তরফে হামলা করা হয়। আক্রান্ত হন ব্রাত্য বসু। এক ছাত্র নেতা জখম হয়ে হাসপাতালে ভর্তিও হন। এই গণ্ডগোলের ঘটনায় অভিযুক্ত উদ্দীপনকে জিজ্ঞাসাবাদের পরও বারবার তাঁকে ডাকা হচ্ছে অভিযোগ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার ছাত্রের আইনজীবী বলেন বারবার পুলিশ তাঁর ক্লায়েন্টের ফোন চেয়ে পাঠাচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্ট মোবাইলকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে, তা হলে কেন মোবাইল দিতে হবে? পুলিশ হেনস্থা করার জন্যই এইসব করছে বলে তিনি অভিযোগ করেন। বিচারপতি ঘোষ জানিয়েছেন, ওই ছাত্রকে আর যেন মোবাইল না কিনতে হয়, তা নিশ্চিত করবে পুলিশ। কিন্তু অভিযুক্ত ছাত্রকেও পুলিশের সঙ্গে তদন্তে মোবাইল নিয়েই সহযোগিতা করতে হবে।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...