Tuesday, August 26, 2025

অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ২-৪ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল

Date:

Share post:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ। বুধবার শেষ ষোলোর ম্যাচে পেনাল্টিতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-২ গোলে হারায় রিয়াল। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে ১-০ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-২। শেষমেশ টাইব্রেকারে ২-৪ ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকোকে। আর শেষ আটের জায়গা পাঁকা করে নেয় ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপেরা। কোয়ার্টার ফাইনালে রিয়ালের সামনে আর্সেনাল।

ম্যাচে প্রথম মিনিটেই এগিয়ে যায় আটলেটিকো। অ্যাটলেটিকোকে গোল করে এগিয়ে দেন কোনর ক্যালাঘার। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলে গোলের দরজা খুলতে পারেননি ভিনিসিয়াস, এমবাপেরা। তবে এরই মধ্যে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়ে কিলিয়ান এমবাপেকে। তবে পেনাল্টি থেকে ভিনিসিয়াসের শট বারের উপর দিয়ে উড়ে যায়। পরে গোটা ম্যাচে আর গোল হয়নি। ফলে দুই পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় ২-২। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। তাতেই ২-৪ গোলে জিতে যায় রিয়াল।

তবে এরই মধ্যে দেখা দেয় বিতর্ক। অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শট বাতিল করেন রেফারি। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে। শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। মাটিতে পড়তে পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি। তবে রেফারি সেই গোল বাতিল করেন।

আরও পড়ুন- কেন ভেঙ্কটেশকে বদলে কেকেআর অধিনায়ক রাহানে? মুখ খুললেন নাইট সিইও

spot_img

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...