Sunday, August 24, 2025

শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস বিধানসভায়

Date:

Share post:

শুক্রবার, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি আনা হলে তাতে অভিযোগ করা হয়, সাংবিধানিক পদে থেকেও শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে দেশের সাম্প্রদায়িক কাঠামো এবং সাধারণ স্বাভাবিক অবস্থাকে আঘাত করেছেন।

নির্মল ঘোষ আরও বলেন, ‘বিরোধী দলনেতা তাঁর মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে পবিত্র রমজান মাসে, এক ধরণের ভয়ের মনোভাব তৈরি করেছেন।’ প্রস্তাবে বিধানসভা স্পষ্টভাবে বিরোধী দলনেতার উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জানায় যে, জাতি, ধর্ম, লিঙ্গ এবং সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় সরকার সংকল্পবদ্ধ।

শুভেন্দু অধিকারী সম্প্রতি মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, ‘তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’ এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

বুধবার, বিধানসভায় শুভেন্দুর ওই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এই ধরনের মন্তব্য রাজ্য এবং দেশের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

আরও পড়ুন- জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের ভেতরে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...