Thursday, November 6, 2025

শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস বিধানসভায়

Date:

Share post:

শুক্রবার, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি আনা হলে তাতে অভিযোগ করা হয়, সাংবিধানিক পদে থেকেও শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে দেশের সাম্প্রদায়িক কাঠামো এবং সাধারণ স্বাভাবিক অবস্থাকে আঘাত করেছেন।

নির্মল ঘোষ আরও বলেন, ‘বিরোধী দলনেতা তাঁর মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে পবিত্র রমজান মাসে, এক ধরণের ভয়ের মনোভাব তৈরি করেছেন।’ প্রস্তাবে বিধানসভা স্পষ্টভাবে বিরোধী দলনেতার উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জানায় যে, জাতি, ধর্ম, লিঙ্গ এবং সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় সরকার সংকল্পবদ্ধ।

শুভেন্দু অধিকারী সম্প্রতি মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, ‘তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’ এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

বুধবার, বিধানসভায় শুভেন্দুর ওই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এই ধরনের মন্তব্য রাজ্য এবং দেশের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

আরও পড়ুন- জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের ভেতরে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...