দোলের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ার চাপড়ায়। টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে মৃত শিশু-সহ ৫। আহত ৮। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ইদের বাজার করতে নাকাশিপাড়া থেকে চাপড়ায় এসেছিলেন বেশ কয়েকজন। বাজার করে টোটো করেই বাড়ি ফিরছিলেন তারা। উলটো দিক থেকে তীব্র গতিতে ছুটে আসছিল একটি চারচাকা গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে টোটোটিতে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন যাত্রীরা। গাড়ির তলায় চাপা পড়েন অনেকে। শিশু-সহ আহত হন প্রায় সকলে।

প্রচণ্ড শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই আহতদের উদ্ধার করে হাসপাতালে চাপড়া গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রথমে শিশু-সহ তিনজনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে আরও ২ জনের মৃত্যু হয়েছে।

–
–

–

–

–

–

–

–

–