সফল উৎক্ষেপণ, সুনীতাদের ঘরে ফেরাতে রওনা স্পেসএক্সের মহাকাশযানের 

বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)এবং তাঁর সঙ্গী বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশে রওনা দিল স্পেসএক্স-এর রকেট (Falcon 9 rocket)। নাসা এবং মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ-১০-এর (SpaceX Crew-10 ) উৎক্ষেপণ হল। শনিবার ভারতীয় সময় ভোর ৪টে ৩৩ মিনিটে আমেরিকায় নাসার কেনেডি স্পেস সেন্টার (Kennedy Space Center ) থেকে আন্তর্জাতিক স্টেশনের (International Space Station) উদ্দেশে পাড়ি দিল ফ্যালকন ৯ রকেট।

স্পেসক্র্যাফ্‌ট সফলভাবে উৎক্ষেপণ করার পর নাসার (NASA) তরফ থেকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে দ্রুতই পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস ধরে আটকে থাকা দুই নভোচর। বৃহস্পতিবার এই যানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায়। ক্রিউ-১০ (Crew 10) অভিযানে মহাকাশে গেলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।