বাড়ল উষ্ণতা, শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু দক্ষিণবঙ্গে 

বসন্তেই গলদঘর্ম অবস্থা। দোল মিটতে না মিটতেই তাপপ্রবাহ (Heatwave)শুরু। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে উইকেন্ড শুরু হতে না হতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শনিবার সকাল থেকে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমে জেলায় ৪১ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে পারদ। মঙ্গলবার মধ্যে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া কর্তারা। আগামী তিনদিন গরমের দাবদাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত। আগামী সপ্তাহে পরিস্থিতির সামান্য বদল হতে পারে। মহানগরীতেও সকাল থেকে চরম গরম অনুভূত হচ্ছে।সকালের দিকে আংশিক মেঘলা হলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। দিনে রাতে উষ্ণতা আরও বাড়বে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রাই ২৭ ডিগ্রির ঘরে পৌঁছে গেছে। উত্তরবঙ্গে আগামী দুদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।