Wednesday, December 3, 2025

TMCP কর্মী খুনে মূল অভিযুক্ত পবনের বাবাও গ্রেফতার, আরও এক অভিযুক্তের খোঁজ চলছে

Date:

Share post:

খড়দহে তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) কর্মী খুনে মূল অভিযুক্ত পবন রাজভড়ের বাবা রাজকুমার রাজভড়কেও গ্রেফতার করেছে পুলিশ (Police)। দুজনকেই শনিবার বারাকপুর আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অপর অভিযুক্ত কানাই তিওয়ারি খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দোলের আনন্দের মধ্যেই শুক্রবার কুপিয়ে খুন করা হয় টিএমসিপি কর্মী অমর ওরফে আকাশ চৌধুরীকে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান।

দোলের দিন দুপুরে আকাশ চৌধুরীর (Akash Chowdhury) সঙ্গে রং খেলা নিয়ে গোলমাল বাধে পবনদের। অভিযোগ, আকাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ১৩ নম্বর ওয়ার্ডে জয়শ্রী কেমিক্যাল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় পবন-সহ তিনজন। সেই ঘটনায় তার বাবা রাজকুমার সাহায্য করেছিল বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে (Akash Chowdhury) আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Madical College And Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পবনকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি ছেড়ে সেই সময় পালিয়ে যায় পবনের পরিবার। পরে তার বাবাকেও গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত কানাইয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

অভিযোগ এলাকায় তিনি দুষ্কৃতী বলে পরিচিত পবন। কিছুদিন আগেই সাজা খেটে জেল থেকে বেরিয়েছেন। এই পবনের সঙ্গে গত ৩১ ডিসেম্বর রাতেও গোলমাল হয়েছিল আকাশের সেই ঘটনায় কিছুদিন জেলে থেকে আপাতত জামিনে মুক্ত পবন। ২৪ বছরের আকাশ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের ছাত্র ছিলেন। হাবড়ার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং জানান, ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, ‘‘যে ওকে মেরেছে, সে ক্রিমিনাল। পুরনো একটি গন্ডগোল ছিল বলে শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক।’’

spot_img

Related articles

সোনালিকে ফেরাতে সুপ্রিম-নির্দেশ: বাংলা বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বুধবারই কেন্দ্রের স্বৈরাচারী বাঙলা বিরোধী সরকারের মুখে ঝামা ঘষে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তানকে...

রায়পুরে ঋতুর ক্যারিশমা, বিরাট ইনিংসে দিশেহারা দক্ষিণ আফ্রিকা

রায়পুরে রাজকীয় শতরান ঋতুরাজের (Rituraj Gaikwad),ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে অপ্রতিরোধ্য বিরাট (Virat Kohli)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে...

চালাকি করে SIR করেছে অমিত শাহ! তীব্র আক্রমণ মমতার, আশ্বাস দেন “বাংলা ডিটেনশন ক্যাম্প হবে না”

বাংলায় তাড়াহুড়ো করে এসআইআর (SIR) চালু করা হয়েছে। এর জন্য দায়ী অমিত শাহ (Amit Shah)। বুধবার, মালদহের গাজোলে...

চিনে অনুষ্ঠিত বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে বাংলার চার কন্যাশ্রী

ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশনের (International School Sports Federation) পরিচালনায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সের মহিলাদের ওয়ার্ল্ড স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপে...