Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) উইমেন্স প্রিমিয়ার লিগ মুম্বই ইন্ডিয়ান্স। ফাইনালে হরমনপ্রীত কৌররা ৮ রানে হারালেন দিল্লি ক্যাপিটালসকে। ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান মুম্বই অধিনায়ক। ৬৬ রান করেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে হারিয়ে ১৪৯ রান করে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস।

২) ২৪ মার্চ প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের সামনে লখনৌ সুপার জায়ান্টস। গত তিন মরশুম লখনৌয়ের খেলেছেন রাহুল। তবে এবার জার্সি বদল হয়্রছে। রাহুল যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসে। নতুন মরশুমে নতুন দলে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রাহুল। তবে মরশুম শুরুর আগে তিনি নাকি নিলামের আগে বেশ চিন্তাতেও ছিলেন। যেই কথা নিজেই জানান রাহুল।

৩) টি-২০ বিশ্বকাপ জয়ের পরই ক্রিকেটের ছোট ফর্ম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি। তবে কোহলি নাকি অবসর ভেঙে ফিরতে পারেন টি-২০ ক্রিকেটে। তবে সেক্ষেত্রে রেখেছেন একটি শর্ত । সেই শর্ত পূরণ হলেই ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ফিরবেন কোহলি। আর সেই শর্ত হল ২০২৮ অলিম্পিক্সে ভারত যদি ফাইনালে উঠতে পারে, তাহলে সেই একটি ম্যাচের জন্য অবসর ভেঙে ফিরতে পারেন তিনি।

৪) রিল থেকে একেবারে রুপোলি পর্দায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। শুনে অবাক হচ্ছেন ? হ্যাঁ একদম ঠিক শুনছেন। এবার সিনেমাতে পা রাখতে চলেছেন ওয়ার্নার। যেই খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন অজি ক্রিকেটার।

৫) সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বরুণ চক্রবর্তী। তবে এই বরুণকেই নাকি একসময় দেওয়া হয়েছিল ফোনে হুমকি। দেশে ফিরতে বারণ করা হয়েছিল তাঁকে। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বরুণ নিজেই। ভারতীয় দলের এই তারকা বোলার জানান, টি-২০ বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ফোনে হুমকি পেতেন।

আরও পড়ুন- WPL চ্যাম্পিয়ন মুম্বই, দিল্লিকে হারাল ৮ রানে