ঘুম থেকে উঠেই বুকে ব্যথা, রবিবার সকালে হাসপাতালে ভর্তি এ আর রহমান! 

ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র সুরকার গায়ক এ আর রহমানকে (AR Rahman) হাসপাতালে ভর্তি করা হলো। রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর আচমকায় বুকে অসহ্য ব্যথা অনুভব করেন অস্কার জয়ী সংগীতশিল্পী। দ্রুত তাঁকে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital, Chennai) নিয়ে যাওয়া হয়। ৫৮ বছরের শিল্পী আপাতত সেখানেই চিকিৎসাধীন। খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ অনুরাগীদের।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত স্থিতিশীল রয়েছেন রহমান। ইতিমধ্যে ইসিজি (ECG) ও ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শিল্পীর অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি।