Saturday, May 3, 2025

হাতে সময় কম, দলের নির্দেশে কমিটি গঠনে তৎপরতা তৃণমূলকর্মীদের

Date:

Share post:

পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি গঠন। এরপর ধাপে ধাপে পঞ্চায়েত (Panchayat) ও ওয়ার্ড (Ward) স্তরেও কমিটি গঠন চূড়ান্ত করতে হবে। শনিবারের ভার্চুয়াল বৈঠকের পরেই রাজ্য জুড়ে তৎপরতা শুরু তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যেসব জায়গায় জেলা কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়া, অঞ্চল কমিটি, বুথ কমিটি তৈরি করা নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে ফেলছে নেতৃত্ব। বিশেষ করে যেসব জায়গায় বিএলএ-২ (BLA-2) নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শনিবারের বৈঠকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বিএলএ ১-এর (BLA-1) প্রস্তাব নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে যেসব নির্দেশ কার্যকর করতে বলেছেন, তা দ্রুত বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন সর্বস্তরের নেতা-নেত্রীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ ছিল, অঞ্চল সভাপতিরা শনিবারের ভার্চুয়াল বৈঠকে ছিলেন না। তাই বৈঠকের (virtual meeting) নির্যাস এবং নির্দেশাবলি তাঁদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করতে হবে ব্লক (block) ও টাউন (town) নেতৃত্বকেই। শনিবারের বৈঠক থেকে একেবারে দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিটি গঠনের জন্য। সেই অনুযায়ীই রবিবার থেকে কাজ শুরু করে দেন জেলার নেতারা।

নেতাজি ইন্ডোরের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে বিজেপির কারচুপি ও  নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পর থেকেই মাঠে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই তালিকা (voter list) সংশোধনে কী করণীয়। বিইআরএস (ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (BERS) ও টিইআরএস (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (TERS) নামের দুটি নতুন সাংগঠনিক পদ তৈরি করে দিয়েছে দল। এর সঙ্গে থাকবে পিইআরএস (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (PERS) এবং ডব্লিউইআরএস (ওয়ার্ড ইলেক্টোরাল রুল সুপারভাইজার) (WERS)। এরা নিরবচ্ছিন্নভাবে সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করবে। দলের এই নিয়মাবলি মেনেই কোচবিহার থেকে কাকদ্বীপ সাংগঠনিক নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের জন্য দলের দেখানো পথেই।

spot_img

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...