Friday, August 22, 2025

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এপিক ইস্যুতে সংসদে ঝড় তুলবে তৃণমূল

Date:

Share post:

ভোটার পরিচয়পত্রের দুর্নীতি নিয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল। যে কোনও মুল্যেই সংসদের চলতি অধিবেশনেই ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে আলোচনা করতে হবে সরকারকে, নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হোলি এবং দোলযাত্রার কারণে পরপর চারদিন ছুটির পরে সোমবার থেকে ফের শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই সপ্তাহেই সরকারকে সংসদে আলোচনা করতে হবে ডুপ্লিকেট এপিক ইস্যু ছাড়াও একাধিক বিষয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল।

দলের অবস্থান স্পষ্ট করে রবিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান বালেন, আলোচনার ফর্ম যাই হোক না কেন, সংসদে আলোচনা হওয়াটা জরুরি। এই ক্ষেত্রে আমাদের অবস্থানে কোনও পরিবর্তন নেই। সরকারকে এটা বুঝতে হবে। সোমবার আলোচনা করা সম্ভব না হলে মঙ্গলবার সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যুতে আলোচনা করুক সরকারপক্ষ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাবির সঙ্গে একমাত কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি (শারদ), শিবসেনা (উদ্ধব), আম আদমি পার্টি-সহ গোটা বিরোধী শিবির। সোমবারই সব আলোচনা বন্ধ করে সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে।

আলোচনার দাবি-সহ মুলতুবি প্রস্তাব পেশ করেছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অন্যান্য দলগুলি। এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের দাবি, ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যু জাল আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরির বিষয় নিয়েও সংসদে আলোচনা করতে হবে। এই বিষয় নিয়ে ট্রেজারি বেঞ্চের উপরে লাগাতার চাপ তৈরি করছে বিরোধী দলগুলি। এই অবস্থায় কিছুটা হলেও সুর নরম করতে বাধ্য হচ্ছে শাসক শিবির। সরকারি ভাবে বিরোধীদের দাবি মানা নিয়ে এখনও কোনও মন্তব্য না করা হলেও শাসক শিবিরের একাধিক প্রভাবশালী নেতা-নেত্রী জনান্তিকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিরোধী শিবিরের দাবি পুরোপুরি যুক্তিসঙ্গত।

এসবের মাঝেই আগামী সপ্তাহের সংসদীয় অধিবেশনে ফের বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে পারে শাসক শিবির। এই সপ্তাহে লোকসভায় কৃষি, রেল ও জলশক্তি মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আলোচনা করা হতে পারে সামাজিক ন্যায়বিচার, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে যে কোনও একটি মন্ত্রক নিয়ে। সোমবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার রাজ্যসভায় স্বাস্থ্য এবং বুধবার মণিপুর, স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন- পা নয়, ভরসা হুইলচেয়ার, তবুও ২৭ জন ‘দৌড়ালেন’ ম্যারাথনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...