শনিবারের পর থেকে কোনও সাড়াশব্দ নেই। সন্দেহ বাড়ছিলো প্রতিবেশীদের। সোমবার রাতে দুর্গন্ধ বেরোতেই পুলিশ ডাকলেন এলাকাবাসী। আলিপুরদুয়ারের (Alipurduar) কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনের এক আবাসন থেকে উদ্ধার বৃদ্ধার দেহ। চাঞ্চল্য এলাকায়। ইতিমধ্যেই ছেলেকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতার নাম সোমালি তিরকি (৬০)। তাঁর ছেলে আবির (Abir Tirki) মায়ের সঙ্গে আলিপুরদুয়ারের চা বাগানে কাজ করতেন। শনিবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, বলছেন স্থানীয়রা। তারপর থেকেই সবকিছু কেমন যেন চুপচাপ হয়ে যায়। দুদিন ঘরের কাউকে বাইরে বেরোতে না দেখতে পেয়ে সন্দেহ বাড়তে থাকে, অবশেষে সোমবার রাতে হাসিমারা ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে। যে ঘর থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করা হয়েছে তার পাশের ঘরেই ছিলেন ছেলে আবির। তাঁকে আটক করা হয়েছে। কীভাবে মহিলার মৃত্যু হল তা স্পষ্ট নয়। পারিবারিক বচস্যার কারণেই কি মাকে খুন করেছে ছেলে, তদন্তে নেমে ইতিমধ্যেই আবিরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ।

–

–

–

–

–

–

–

–

–
