Monday, January 12, 2026

তিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ওবিসি সংরক্ষণ (OBC reservation) নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের (Supreme Court)। তিন মাসের মধ্যে নতুন করে সমীক্ষা (examination) করে প্রকাশিত হবে নতুন ওবিসি তালিকা। রাজ্যের দেওয়া এই প্রস্তাবেই সম্মতি দিয়ে আদালতের পর্যবেক্ষণ, এই পদ্ধতি অবলম্বণ হলে কোনও পক্ষেরই আর কোন বিরোধিতা থাকবে না। জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হবে।

রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের (Backward Classes Welfare Department) পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, ওবিসি সংরক্ষণ নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জন্য নতুন করে সমীক্ষা করেই ফের স্পষ্ট করে দেওয়া হবে আদতে রাজ্যের নির্দিষ্ট করে দেওয়া ওবিসি সম্প্রদায়গুলি মান্যতা পাওয়ার যোগ্য। ৭৭ টি ওবিসি সম্প্রদায়ের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) যে মামলা দায়ের হয়েছিল, সেই মামলায় ৭৭ টি সম্প্রদায়কেই তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য।

সেই মামলায় রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল আদালতে জানান, নির্ধারণ করা হয়েছে নতুন করে সমীক্ষা হবে কারা অনগ্রসর শ্রেণীভুক্ত (OBC) হওয়ার যোগ্য। এই সমীক্ষা (examination) তিন মাসের সম্পন্ন হবে। ফলে এই মামলা তিন মাস পরে ফের আদালতে উঠতে পারে। আইনজীবীর সওয়ানে বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি এজি মাসি-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যদি সম্পূর্ণ সমীক্ষা নতুন করে হয় এবং তারপরে সুস্পষ্ট সংরক্ষণ (reservation) প্রদান করা হয়, তাহলে কারো কোন অভিযোগ থাকবে না এই সংরক্ষণ অনৈতিক বলে। আইনজীবীর বক্তব্য উল্লেখ করেই আদালত তিন মাস পরে সমীক্ষার রিপোর্ট পেশের নির্দেশ দেয়।

মঙ্গলবারের শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বি আর গভাই শুনানি শেষে হালকাভাবে উল্লেখ করেন, ওবিসি সংরক্ষণ মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। যা বর্তমানে যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে সব পক্ষেরই অধিকার সমানভাবে রক্ষিত হবে।

spot_img

Related articles

এক গ্রাম থেকেই ১১০০ মানুষকে SIR নোটিশ! পথ অবরোধ করে সুরাহা দাবি

এসআইআর হয়রানি যে বাংলার বৈধ ভোটারদের হয়রান করার জন্য, তার জ্বলন্ত উদাহরণ হয়ে উঠে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার...

৫ বছর পর পরিচালনায় ফিরছেন অগ্নিদেব চট্টোপাধ্যায়

ব্যক্তিগত সমস্যা, কোভিড, শারীরিক অসুস্থতা সবমিলিয়ে জেরবার ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chattopadhyay)। পরিচালনার পাঠ একপ্রকার চুকিয়েই দিয়েছিলেন...

ফের শিক্ষক নিয়োগে সুখবর: ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ

ফের শিক্ষক নিয়োগে সুখবর। নির্বাচনের আগেই ২১ জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে স্কুল...

সোলানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু নাবালকের, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু

হিমাচল প্রদেশের সোলানে ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive fire incident)! সোমবার ভোরে আর্কি এলাকার এক পুরোনো বাস স্ট্যান্ডে আগুন লেগে...