Sunday, January 11, 2026

নিয়োগ মামলায় রাজসাক্ষী: গোপন জবানবন্দিতে কী বললেন পার্থর জামাই কল্যাণময়

Date:

Share post:

নিয়োগ মামলায় আরও জটিলতা বাড়ল!প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন আদালতে। বিশেষজ্ঞদের মতে, তার এই স্বীকারোক্তি পার্থর জন্য বিপজ্জনক হতে পারে।কিছুদিন আগেই কল্যাণময় ভট্টাচার্য(kalyanmay bhattacharjee) নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, যা ইডির বিশেষ আদালত মঞ্জুর করে। এরপর বিচারক নির্দেশ দেন, কল্যাণময়কে নগর ও দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে হবে। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সেই জবানবন্দি দিলেন তিনি।

ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় শুধু নিজেই জড়িত ছিলেন না, বরং নিজের স্ত্রী, মেয়ে এবং জামাইকেও ঢাল হিসেবে ব্যবহার করতেন।পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে পার্থর মেয়ে-জামাইয়ের নাম উঠে আসে ইডির সন্দেহের তালিকায়।তাদের নামে একাধিক সংস্থার খোঁজ মেলে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই কল্যাণময় এসব সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন।

পার্থর স্ত্রীর নামে তৈরি একাধিক ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমি কেনা হয়েছিল।জেরার মুখে কল্যাণময় স্বীকার করেছেন, পার্থর নির্দেশ মেনেই তিনি দুর্নীতিতে যুক্ত হন।এই মামলায় বিচারপর্ব শুরু হওয়ার পর কল্যাণময়ের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে আদালতের অনুমতি ছাড়া তিনি কলকাতা ছাড়তে পারবেন না। তবে গোপন জবানবন্দি দেওয়ার পর তিনি বিদেশযাত্রার অনুমতি চাইতে পারেন বলে মনে করা হচ্ছে।আগামী ২৬ ও ৩১ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দু’জন সাক্ষী দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২২-এ শিক্ষক নিয়োগে বেনিয়মে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়। গ্রেফতার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের হেফাজতে নেয়। পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্রে সন্দেহের তালিকায় নাম জড়ায় পার্থর মেয়ে-জামাইয়ের।

 

 

 

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...