Monday, November 10, 2025

নিয়োগ মামলায় রাজসাক্ষী: গোপন জবানবন্দিতে কী বললেন পার্থর জামাই কল্যাণময়

Date:

Share post:

নিয়োগ মামলায় আরও জটিলতা বাড়ল!প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি দিলেন আদালতে। বিশেষজ্ঞদের মতে, তার এই স্বীকারোক্তি পার্থর জন্য বিপজ্জনক হতে পারে।কিছুদিন আগেই কল্যাণময় ভট্টাচার্য(kalyanmay bhattacharjee) নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন, যা ইডির বিশেষ আদালত মঞ্জুর করে। এরপর বিচারক নির্দেশ দেন, কল্যাণময়কে নগর ও দায়রা আদালতের ২০ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে হবে। নির্দেশ অনুযায়ী মঙ্গলবার সেই জবানবন্দি দিলেন তিনি।

ইডির তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের দাবি, নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় শুধু নিজেই জড়িত ছিলেন না, বরং নিজের স্ত্রী, মেয়ে এবং জামাইকেও ঢাল হিসেবে ব্যবহার করতেন।পিংলার একটি বেসরকারি স্কুলের সূত্র ধরে পার্থর মেয়ে-জামাইয়ের নাম উঠে আসে ইডির সন্দেহের তালিকায়।তাদের নামে একাধিক সংস্থার খোঁজ মেলে। মার্কিন যুক্তরাষ্ট্রে বসেই কল্যাণময় এসব সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন।

পার্থর স্ত্রীর নামে তৈরি একাধিক ট্রাস্টের মাধ্যমে কলকাতা ও বিভিন্ন জেলায় প্রচুর জমি কেনা হয়েছিল।জেরার মুখে কল্যাণময় স্বীকার করেছেন, পার্থর নির্দেশ মেনেই তিনি দুর্নীতিতে যুক্ত হন।এই মামলায় বিচারপর্ব শুরু হওয়ার পর কল্যাণময়ের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে আদালতের অনুমতি ছাড়া তিনি কলকাতা ছাড়তে পারবেন না। তবে গোপন জবানবন্দি দেওয়ার পর তিনি বিদেশযাত্রার অনুমতি চাইতে পারেন বলে মনে করা হচ্ছে।আগামী ২৬ ও ৩১ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আরও দু’জন সাক্ষী দিতে পারেন বলে জানা গিয়েছে।

২০২২-এ শিক্ষক নিয়োগে বেনিয়মে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়। গ্রেফতার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের হেফাজতে নেয়। পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্রে সন্দেহের তালিকায় নাম জড়ায় পার্থর মেয়ে-জামাইয়ের।

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...