Friday, November 14, 2025

এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণ: চাপে পড়ে সিদ্ধান্ত কমিশনের, ভরসা নেই তৃণমূলের

Date:

Share post:

এপিক কার্ড দুর্নীতিতে (EPIC scam) অবশেষে নতি স্বীকার করে ভুল সংশোধনের পথে নির্বাচন কমিশন (Election Commission of India)। আগে একগুচ্ছ পদক্ষেপের কথা বলা হলেও এবার এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করার ঘোষণা কমিশনের। চাপে পড়ে এই ব্যবস্থা নিলেও কমিশনের এত বড় দুর্নীতির পরে এই ইস্যুতে সবার আগে সরব হওয়া বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ভরসা রাখছে না কমিশনের পদক্ষেপের উপর।

এপিক কেলেঙ্কারি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদাহরণ তুলে ধরে গোটা দুর্নীতি ফাঁস করার পরে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ECI)। একের পর এক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভুল যে হয়েছে তার স্বীকার করেছিল কমিশন আগেই। কিন্তু কোন পথে ভুল সংশোধন তার সদুত্তর দিতে পারেনি কমিশনের একটিও বিজ্ঞপ্তি। সেই সংশোধনীতে এবার আঁধারকেই(Aadhaar) নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে দাবি কমিশনের। ফলে এপিক কার্ডের (EPIC card) সঙ্গে আধার কার্ড (Aadhaar card) সংযুক্তিকরণের পথে নির্বাচন কমিশন।

যদিও চাপে পড়ে কমিশনের নেওয়া এই সিদ্ধান্তকে ভরসা করছে না বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগে মান্যতা আগেও দিয়েছিল। আজ আরও স্পষ্ট হয়ে গেল।এটা একটা বিরাট দুর্নীতি। ঘুরপথে বিজেপি ভোট মেশিনারিকে কীভাবে অপকৌশলে চালনা করা যায় তার জন্য এপিক কেলেঙ্কারি (EPIC scam) করে বসে আছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র কি না তার সদুত্তর দিতে পারেনি কমিশন। এটা হতে পারে কীভাবে, অন্য রাজ্যের লোক বাংলার ভোটার তালিকায় ঢুকছে, তার সদুত্তর দিতে পারেনি। এটা তো অনলাইনে হচ্ছে। এখন চাপে পড়ে কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। আমরা ভরসা রাখছি না। আমাদের তরফ থেকে স্ক্রুটিনি সমস্ত রকমভাবে জারি থাকবে।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...