Thursday, August 21, 2025

জন্মদিন পালনে লন্ডন থেকে ফিরেই খুন, দেহ ১৫ টুকরো করল স্ত্রীর সঙ্গে প্রেমিক!

Date:

Share post:

তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি, এমনটা হতে পারে। ভাবলে হয়তো সতর্ক থাকতেন।স্ত্রীর জন্মদিন পালন করবেন বলে লন্ডন থেকে বাড়ি ফিরে এসেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার৷আর প্রাণ দিয়ে তার মূল্য চোকালেন তিনি।কারণ, নিজের স্বামীকেই প্রেমিকের সঙ্গে মিলে খুন করলেন স্ত্রী। শুধু তাই নয়, দেহ লোপাট করতে ১৫ টুকরো করল স্ত্রী৷যা জানার পর হতবাক সবাই।উত্তর প্রদেশের মিরাটের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে৷

জানা গিয়েছে, স্বামীকে খুনের পর তার দেহের একাংশ ১৫ টুকরো করা হয়। দেহের বাকি অংশ একটি সিমেন্ট ভর্তি ড্রামে ভরে রাখে স্ত্রী এবং তার প্রেমিক৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত (২৯)৷ তার স্ত্রী মুসকান (২৭) এবং ওই তরুণীর প্রেমিক সাহিলকে (২৫) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ রাজপুত৷ পরিবারের অভিযোগ পেয়ে পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভের খোঁজ শুরু করে পুলিশ৷ তাদের সন্দেহ গিয়ে পড়ে তার স্ত্রী মুসকান এবং তার প্রেমিকের ওপর। দুজনকেউ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরায় এমন কুকীর্তির কথা স্বীকার করে দুজনেই।গত ৪ মার্চই দু জন মিলে কুপিয়ে সৌরভকে খুন করে৷মৃতের দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে খুন করার পর প্রেমিকের সঙ্গে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যায় ওই যুবকের স্ত্রী৷ এমনকী, সৌরভের ফোন থেকে তার পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই তরুণী৷

অথচ মিরাটের ইন্দিরা নগর এলাকার বাসিন্দা সৌরভ প্রেম করেই ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন৷ যদিও সৌরভের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই তিন বছরের কন্যাসন্তান এবং স্ত্রীকে নিয়ে ইন্দিরা নগরেরই একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সৌরভ৷ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে কেউই ভাবতে পারেন নি।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...