Thursday, December 25, 2025

জন্মদিন পালনে লন্ডন থেকে ফিরেই খুন, দেহ ১৫ টুকরো করল স্ত্রীর সঙ্গে প্রেমিক!

Date:

Share post:

তিনি বোধ হয় স্বপ্নেও ভাবেননি, এমনটা হতে পারে। ভাবলে হয়তো সতর্ক থাকতেন।স্ত্রীর জন্মদিন পালন করবেন বলে লন্ডন থেকে বাড়ি ফিরে এসেছিলেন পেশায় মার্চেন্ট নেভি অফিসার৷আর প্রাণ দিয়ে তার মূল্য চোকালেন তিনি।কারণ, নিজের স্বামীকেই প্রেমিকের সঙ্গে মিলে খুন করলেন স্ত্রী। শুধু তাই নয়, দেহ লোপাট করতে ১৫ টুকরো করল স্ত্রী৷যা জানার পর হতবাক সবাই।উত্তর প্রদেশের মিরাটের এই ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে৷

জানা গিয়েছে, স্বামীকে খুনের পর তার দেহের একাংশ ১৫ টুকরো করা হয়। দেহের বাকি অংশ একটি সিমেন্ট ভর্তি ড্রামে ভরে রাখে স্ত্রী এবং তার প্রেমিক৷ পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম সৌরভ রাজপুত (২৯)৷ তার স্ত্রী মুসকান (২৭) এবং ওই তরুণীর প্রেমিক সাহিলকে (২৫) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷

প্রসঙ্গত, গত ৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন সৌরভ রাজপুত৷ পরিবারের অভিযোগ পেয়ে পেশায় মার্চেন্ট নেভি অফিসার সৌরভের খোঁজ শুরু করে পুলিশ৷ তাদের সন্দেহ গিয়ে পড়ে তার স্ত্রী মুসকান এবং তার প্রেমিকের ওপর। দুজনকেউ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ জেরায় এমন কুকীর্তির কথা স্বীকার করে দুজনেই।গত ৪ মার্চই দু জন মিলে কুপিয়ে সৌরভকে খুন করে৷মৃতের দেহাংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীকে খুন করার পর প্রেমিকের সঙ্গে একটি পাহাড়ি এলাকায় ঘুরতে চলে যায় ওই যুবকের স্ত্রী৷ এমনকী, সৌরভের ফোন থেকে তার পরিবারের সদস্যদের মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে ওই তরুণী৷

অথচ মিরাটের ইন্দিরা নগর এলাকার বাসিন্দা সৌরভ প্রেম করেই ২০১৬ সালে মুসকানকে বিয়ে করেছিলেন৷ যদিও সৌরভের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। তাই তিন বছরের কন্যাসন্তান এবং স্ত্রীকে নিয়ে ইন্দিরা নগরেরই একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতেন সৌরভ৷ শেষ পর্যন্ত এমন পরিণতি হবে কেউই ভাবতে পারেন নি।

 

spot_img

Related articles

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...

বিরাটের খেলা দেখতে গাছে দর্শক, রোহিতের প্রণাম ভক্তের

আন্তর্জাতিক ম্যাচ হোক ঘরোয়া ক্রিকেট, বিরাট কোহলি-রোহিত শর্মার(Virat Kohli -Rohit Sharma) যেখানেই খেলবেন জনপ্রিয়তার গ্রাফ থাকবে উপরের দিকে।...