স্বাস্থ্যে দেশের সেরা বাংলা: বিধানসভায় স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় জানালেন মুখ্যমন্ত্রীর

ফাইল

স্বাস্থ্যক্ষেত্রে দেশের সেরা, পৃথিবীর সেরা বাংলা। আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি এসেছে। বুধবার, বিধানসভায় স্বাস্থ্য বাজেট (Health Budget) নিয়ে আলোচনায় এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ৭০ হাজার কোটি খরচ রয়েছে রাজ্যের।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিন বিধানসভায় ফের সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, ট্যাক্সের টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্র। এর পরেই স্বাস্থসাথী প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। জানান, বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়। রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্যসাথী। আয়ুষ্মান ভারতের সঙ্গে এর পার্থক্য দেখিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ওরা আয়ুষ্মান ভারতের কথা বলে। প্রচুর আবেদন পড়ে আছে। গাড়ি, বাড়ি, ফোন থাকলে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায় না। এটা সবার জন্য নয়। সাস্থ্যসাথী সবার জন্য। ৪০ হাজার বেড বেড়েছে। ৮৯টি ব্লাড ব্যাংক হয়েছে। ট্রমা সেন্টার তৈরি করা হয়েছে- বলে জানান মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্যশিক্ষা ক্ষেত্রে উন্নতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, ৫৭০০ হয়েছে MBBS-এর আসনের সংখ্যা। পিজিটি-দের ভাতা বেড়েছে। তিনি বলেন, গত মাসেই সব ঘোষণা করেছি। এর পাশাপাশি, মমতা জানান, এসএসকেএম ও শিলিগুড়িতে স্টেট অফ ক্যান্সার হাব তৈরি হচ্ছে। ইনস্টিটিউশন ডেলিভারি ও টিকাকরণ ৯৯.৯ শতাংশ হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
আরও খবর: ভুয়ো পাসপোর্ট-কাণ্ডে ৬৯ জন বাংলাদেশিদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি লালবাজারের