“আমাকে অসম্মান করুন কিন্তু বাংলার মাকে অসম্মান করবেন না। বাংলার মাটির অসম্মান করলে মানুষ এর জবাব আগেও অনেকবার দিয়েছে, আরও দেবে।” লন্ডন সফরের আগে বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বিদেশের মাটিতে বদনাম করার নোংরা খেলা খেলছে গণশত্রুরা। ঈর্ষা থেকেই এই ষড়যন্ত্র। মমতার কথায়, ঈর্ষার কোনও ওষুধ হয় না। বিদেশের রাজ্যের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে মমতা জানান, আমাদের কোনও নেতা বাইরে গেলে দেশের নিন্দা করেন না। রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “বাংলার মাটি থেকে বাইরে গেলে দেশের হয়ে যাই, আমাকে অপমান করা মানে দেশেকে অপমান করা”।

এদিন সাংবাদিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, তাঁর লন্ডন সফরের সময় সেখানে বিক্ষোভ প্রদর্শনের ছক কষা হচ্ছে। সেই সংক্রান্ত ইমেইল, স্যোশাল মিডিয়া গ্রুপের (Social Media Group) কথোপকথন তাঁদের হাতে এসেছে বলে জানান মমতা। বলেন, “বাংলা সম্মান তুলে ধরার দায়িত্ব আমাদের সবার। সিঙ্গাপুরে যখন প্রথম ইলেকশন জেতার পর গেছিলাম তখন দেখলাম সিঙ্গাপুরে বাংলার নামে একটা ব্যাড ইমেজ তৈরি করা হয়েছিল।“ এরপরেই বাংলা গৌরবোজ্জ্বল সংস্কৃতি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “মহারাষ্ট্র যদি ফাইনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বেঙ্গল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। বাংলার জিওগ্রাফিক্যাল অবস্থা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন নাসা থেকে ভাষা সব জায়গায় বাংলার ছেলেমেয়েদের ভারতের ছেলে মেয়েদের খুঁজে পাবেন।“

এর পরেই নাম না করে বিরোধীদের ‘গণশত্রু’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “আমাদের কোনও নেতা যখন বাইরে যান, আমরা তাঁদের অসম্মান করি না। অবমাননাকর কিছু লিখি না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল, কিছু গণশত্রু রয়েছে, গোটা দেশে তো বটেই, আমাদের রাজ্যে বিশেষ করে-নোংরা খেলা খেলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইমেলের মাধ্যমে খসড়া তৈরি করে পাঠাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে বলা হচ্ছে, আমরা বাংলার লোকজন খুব খারাপ।”

মুখ্যমন্ত্রীর কথায়, “আমার এর জন্য দুঃখ হয় না। আমি শুরু থেকে লড়াই করছি। বাংলার মাকে যদি কেউ অসম্মান করতে চায় তাকে আমি বলব দয়া করে আমাকে অসম্মান করুন কিন্তু বাংলার মাকে অসম্মান করবেন না। বাংলার মাটির অসম্মান করলে মানুষ এর জবাব অনেকবার দিয়েছে, আরও দেবে।”

হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, “কেউ যদি স্ক্যান্ডাল করার জন্য খেলা খেলেন তাহলে তাঁরা মনে রাখবেন, আমাদের সব জায়গায় লোক রয়েছে। প্রয়োজন ছাড়া আমি পাবলসিটি করি না। আপনারা কী ভাবেন গণশত্রুরা আমার কি কোন পরিচিত নেই? আমি চাই না এই কাজের আবার পুনরাবৃত্তি হোক।” মুখ্যমন্ত্রী কথায়, “হিংসার কোন ওষুধ হয় না। আমাদের এটা খুঁজে বের করতে হবে। চালাকি বেশিদিন স্থায়ী হবে না। চোরের মায়ের বড় গলা। এই ব্যবহার বন্ধ করুন। বাংলাকে অপমান করা বন্ধ করুন।”

নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বলুন, আমার ডিগ্রি কখন ব্যবহার করেছি আমি? সেন্ট জেভিয়ার্স আমাকে সাম্মানিক ডিলিট দিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়েও দিয়েছে। আমি কি নামের আগে ডক্টরেট লিখি? আমি লিখি না। যদি পড়াশোনা করে থাকি, যদি ভিখারিও হই, আমি অতি সাধারণ হলেও… আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। কিন্তু সাধারণ বলে অপমান করতে পারেন না। শিক্ষার অধিকার মানবসভ্যতার, মানবিকতার। শিক্ষা অপমান করতে শেখায় না। আমাকে অসম্মান করতে গিয়ে আমার মাতৃভূমিকে অসম্মান করবে না। আমার বিনীত অনুরোধ।”
আরও খবর: বিধানসভায় চূড়ান্ত অসভ্যতা, স্পিকারকে কালো কাপড় দেখিয়ে কার্যাবলীর কাগজ ছিড়ে বিক্ষোভ বিজেপির

বাংলার নির্বাচনে নিয়েও বিদেশে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ। ছাপ্পাভোট হয় বলে মিথ্যে প্রচার হচ্ছে বলেও দাবি করেন তিনি। মুখযমন্ত্রী জানান, রাজ্যে নির্বাচন কমিশনের নজরদারিতে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। তাঁর কথায়, সাহস থাকলে সরাসরি তাঁকে প্রশ্ন করা উচিত। “আয়্যাম ভেরি বোল্ড, ভেরি স্ট্রং, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। আমি শুধু গণশত্রুদের ব্যাপারে জানিয়ে গেলাম।”

তিনি যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়ে মমতা বলেন, “আমি আপনাদের অ্যালার্ম বাজিয়ে দিয়ে গেলাম। যে চক্রান্ত চলছে তা ভালোই চলছে। আমি এতে কুৎসার জবাব দেওয়ার জন্য সুযোগ পাব। সাহস থাকলে আমাকে প্রশ্ন করুন আমি উত্তর দেব। আমি শুধু গণশক্তিদের ব্যাপারে জানিয়ে দিলাম । ভারত সরকার আমাদের প্রোগ্রামকে অনুমতি দিয়েছে।”

–

–

–