Sunday, January 11, 2026

ফের খুলল দ্বার, বিশ্বভারতীর ক্যাম্পাসে অবাধ প্রবেশ পর্যটকদের

Date:

Share post:

স্থায়ী উপাচার্য আসার পরেই বদলালো বিশ্বভারতীর নিয়ম। অচলায়তন ভেঙে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা খুলে দেওয়া হল পর্যটকদের জন্য। আগে সেই নিয়ম ছিল। কিন্তু কোভিডের সময় জারি হওয়া নিষেধাজ্ঞা তোলেননি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Viswabharati University) বিতর্কিত প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। সম্প্রতি স্থায়ী উপাচার্য পদে এসেছেন প্রবীরকুমার ঘোষ (Prabir Kumar Ghosh)। আর তার পরেই প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা উঠল।

মুক্ত পরিবেশে শিক্ষা। বাধাধরা ক্লাস রুম নয়। প্রকৃতির মধ্যে বসেই পাঠ। এই ছিল রবীন্দ্রনাথের গড়ে তোলা শান্তিনিকেতনের মূল ভিত্তি। সেই মতো লেখাপড়া হয় পাঠভবন বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। লেখাপড়ার পাশাপাশি ক্যাম্পস ঘুরে দেখাতেও নিষেধাজ্ঞা ছিল না। কোভিডের সময়ে পর্যটকদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ হয়ে যায়। অতিমারি কেটে গেলেও পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা খোলা হয়নি। সেসময় বিশ্বভারতীর উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর নির্দেশে শুধু মাত্র বিশ্বভারতীর (Viswabharati University) মিউজিয়ামে টিকিট কেটে ঢুকতে পারতেন পর্যটকরা। এতে শুধু পর্যটক নন, ক্ষুব্ধ হন শান্তিনিকেতনের আবাসিকরাও। কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরেননি একগুঁয়ে বলে অভিযুক্ত বিদ্যুৎ চক্রবর্তী।

তবে, সেই সিদ্ধান্তে এবার বদল হল। উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই পর্যটকদের জন্য ক্যাম্পাসের দরজা ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রবীর ঘোষ। বিশ্বভারতীর অধ্যাপকদের সঙ্গে আলোচনার পরে তিনি জানান, ঐতিহ্য ও পর্যটনকে একসঙ্গে যোগ করতেই এই সিদ্ধান্ত। অতীত নিয়ে আলোচনা না করে এখন কী করা যায় সেই দিক দেখতে হবে। নিরাপত্তার বিষয়টিও নজর রাখা হচ্ছে।
আরও খবরলন্ডনের সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বন্ধ হিথরো এয়ারপোর্ট! বাতিল ১৩৫১ উড়ান

 

spot_img

Related articles

আজ ফলতায় ‘সেবাশ্রয় ২’ ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক 

রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রার মাঝেই রবিবাসরীয় দুপুরে ফলতায় ‘সেবাশ্রয় ২’ (Sebaashray 2) ক্যাম্প পরিদর্শনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...