Sunday, November 9, 2025

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর

Date:

Share post:


কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন (London) যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সন্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরেও জনসংযোগ সারেন তিনি। বিশ্ববাংলা স্টলে গিয়ে মসলিন শাড়ি দেখেন, কথা বলেন। স্টলে রাখা দুর্গা প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিমানবন্দরে ঢুকে প্রথমেই বিশ্ববাংলার স্টলে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে কথা বলেন মসলিন শাড়ি নিয়ে। কত ধরনের মসলিন হয় সে বিষয়ে কথা বলেন। হঠাৎ মমতার চোখে পড়ে স্টলে রাখা দুর্গা প্রতিমার দিকে। প্রশ্ন তোলেন প্রতিমার কপালে টিপ নেই কেন? টিপ পরাতে চান তিনি। সেই সময় সুনীতা পারেখ নামে এক মহিলা যাত্রী নিজের ব্যাগে রাখা টিপের পাতা এগিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। নিজের হাতে প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন মমতা। হাতে পরিয়ে দেন বাঁধানো পলা। উপস্থিত সকলে বলে ওঠেন, প্রতিমার রূপ বদলে গেল।
আরও খবরঅসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

সুনীতা পারেখ নামে ওই মহিলা কলকাতা থেকে ভিয়েতনাম যাচ্ছেন। তাঁর সঙ্গে আলাপ করে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। উপহার দেন একজোড়া দুল।

এর পরে বিমানবন্দরে যত এগিয়েছেন উপস্থিত যাত্রীদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মনোজ পন্থ, গৌতম সান্যাল-সহ প্রশাসনিক আধিকারিক ও সাংবাদিকরা।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে সি-অফ করতে আসেন। তাঁদের এই দিন পাঁচেক সবদিকে নজর রাখতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...