Thursday, December 25, 2025

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন যাত্রা শুরু মুখ্যমন্ত্রীর

Date:

Share post:


কুণাল ঘোষ, সফরসঙ্গী

দুর্গা প্রতিমাকে টিপ পরিয়ে লন্ডন (London) যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার, সন্ধেয় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়ে অন্যান্য যাত্রীদের মধ্যে। লন্ডনে যাওয়ার পথে বিমানবন্দরেও জনসংযোগ সারেন তিনি। বিশ্ববাংলা স্টলে গিয়ে মসলিন শাড়ি দেখেন, কথা বলেন। স্টলে রাখা দুর্গা প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন বাংলার মুখ্যমন্ত্রী।

বিমানবন্দরে ঢুকে প্রথমেই বিশ্ববাংলার স্টলে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানে কথা বলেন মসলিন শাড়ি নিয়ে। কত ধরনের মসলিন হয় সে বিষয়ে কথা বলেন। হঠাৎ মমতার চোখে পড়ে স্টলে রাখা দুর্গা প্রতিমার দিকে। প্রশ্ন তোলেন প্রতিমার কপালে টিপ নেই কেন? টিপ পরাতে চান তিনি। সেই সময় সুনীতা পারেখ নামে এক মহিলা যাত্রী নিজের ব্যাগে রাখা টিপের পাতা এগিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। নিজের হাতে প্রতিমার কপালে টিপ পরিয়ে দেন মমতা। হাতে পরিয়ে দেন বাঁধানো পলা। উপস্থিত সকলে বলে ওঠেন, প্রতিমার রূপ বদলে গেল।
আরও খবরঅসুবিধা হলে দেখে নেব: বিদেশ সফরের আগে আশ্বাস মুখ্যমন্ত্রীর, তুললেন কলকাতা-লন্ডন উড়ানের প্রসঙ্গও

সুনীতা পারেখ নামে ওই মহিলা কলকাতা থেকে ভিয়েতনাম যাচ্ছেন। তাঁর সঙ্গে আলাপ করে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। উপহার দেন একজোড়া দুল।

এর পরে বিমানবন্দরে যত এগিয়েছেন উপস্থিত যাত্রীদের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মনোজ পন্থ, গৌতম সান্যাল-সহ প্রশাসনিক আধিকারিক ও সাংবাদিকরা।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে সি-অফ করতে আসেন। তাঁদের এই দিন পাঁচেক সবদিকে নজর রাখতে বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

spot_img

Related articles

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...