২০২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলার বঞ্চনাই হবে প্রধান ইস্যু। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, রাজ্যের খেটে খাওয়া মানুষের ন্যায্য প্রাপ্য ২ লক্ষ কোটি টাকা আটকে রেখে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে মোদি সরকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই বিপুল পরিমাণ টাকা রাজ্যের উন্নয়নে কাজে লাগলে আমরা ব্লকে ব্লকে হাসপাতাল নির্মাণ করতে পারতাম। কিন্তু বিজেপির ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। রাজ্যবাসী এখন পরিষ্কার বুঝতে পারছেন, বিজেপি তাদেরই শত্রুতা করছে।”


তিনি অভিযোগ করেন, বিজেপির দুই নেতা আলাদা আলাদা করে বলেছেন, এক নেতা বলছেন, তিনিই টাকা আটকে রেখেছেন, আর অন্যজন বলছেন, এক ফোনে টাকা রিলিজ করতে পারবেন। “এটি একটি বড় ষড়যন্ত্র,” বলেন অভিষেক। বিজেপির ভুল থেকে শিক্ষা না নেওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত বিধানসভা নির্বাচনের পর, বিজেপির উচিত ছিল বাংলার বকেয়া টাকা শোধ করা। কিন্তু তা হয়নি। এবার আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব এবং ন্যায্য টাকা আদায় করে ছাড়ব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নিশ্চিত করেন, “২৬ সালের ভোটে বাংলার বঞ্চনাই হবে প্রধান ইস্যু, এবং তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে জনগণের কাছে যাবে।”


আরও পড়ুন – হুইপ জারির পরেও বিধানসভায় অনুপস্থিত! চলতি সপ্তাহে বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

_

_

_

_

_

_

_