Sunday, August 24, 2025

শোকে স্তব্ধ স্বামী, স্ত্রীকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন!

Date:

Share post:

১৯ বছরের দাম্পত্য জীবন এক লহমায় ভেঙে চুরমার। স্ত্রীর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর স্বামী অচিন্ত্য রায় স্ত্রীর কুশপুতুল বানিয়ে তার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটল।

বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি অচিন্ত্য রায়ের দাম্পত্য জীবন দীর্ঘ ১৯ বছর ধরে সুখের ছিল না। তবে, এক সময় স্ত্রীর সাথে সন্তান না হওয়া নিয়ে দুঃখ ছিল। কিন্তু হঠাৎ করে স্ত্রীর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর তার জীবনে এক অভাবনীয় পরিস্থতি সৃষ্টি হয়।

স্ত্রী শুধু পালিয়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে তা দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকে ট্যাগ করে। এমনকি হোয়াটসঅ্যাপে সেই রিলসটি স্বামীকে পাঠিয়েও দেয়। এর ফলে অচিন্ত্য রায়ের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়।

স্বামী জানান, স্ত্রীর এই আচরণের কারণে তার পরিবারের সম্মান মাটিতে মিশে গেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে স্ত্রীর মৃতদেহের শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। রীতি মেনে গোটা গ্রামের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্মশানে স্ত্রীর কুশপুতুল নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যান। সেখানে মুখাগ্নি সহ সব ধর্মীয় কাজ মেনে দেহ দাহ করা হয়।

এদিন অচিন্ত্য রায় ও তার পরিবারের সদস্যরা বিধিবদ্ধ নিয়ম মেনে মস্তক মুন্ডন, শ্রাদ্ধশান্তি সহ গ্রামবাসীদের খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনায় গোটা গ্রাম তীব্র চমকিত এবং হতভম্ব।

এ বিষয়ে অচিন্ত্য রায় জানান, “পরিবারে কোনও অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটি দুঃখ ছিল। তবুও স্ত্রীর এই ধরনের আচরণে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

আরও পড়ুন – দেশে কৃষকের তুলনায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বাড়ায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...