Sunday, January 11, 2026

শোকে স্তব্ধ স্বামী, স্ত্রীকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন!

Date:

Share post:

১৯ বছরের দাম্পত্য জীবন এক লহমায় ভেঙে চুরমার। স্ত্রীর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পর স্বামী অচিন্ত্য রায় স্ত্রীর কুশপুতুল বানিয়ে তার জন্য শ্রাদ্ধানুষ্ঠান করলেন। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে, যেখানে এক অস্বাভাবিক ঘটনা ঘটল।

বরুই গ্রাম পঞ্চায়েতের পরাশটলা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রি অচিন্ত্য রায়ের দাম্পত্য জীবন দীর্ঘ ১৯ বছর ধরে সুখের ছিল না। তবে, এক সময় স্ত্রীর সাথে সন্তান না হওয়া নিয়ে দুঃখ ছিল। কিন্তু হঠাৎ করে স্ত্রীর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পর তার জীবনে এক অভাবনীয় পরিস্থতি সৃষ্টি হয়।

স্ত্রী শুধু পালিয়ে যায়নি, বরং সোশ্যাল মিডিয়াতে নিজের প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে তা দেখানোর চেষ্টা করে এবং ফেসবুকে ট্যাগ করে। এমনকি হোয়াটসঅ্যাপে সেই রিলসটি স্বামীকে পাঠিয়েও দেয়। এর ফলে অচিন্ত্য রায়ের সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়।

স্বামী জানান, স্ত্রীর এই আচরণের কারণে তার পরিবারের সম্মান মাটিতে মিশে গেছে। তাই তিনি সিদ্ধান্ত নেন যে স্ত্রীর মৃতদেহের শ্রাদ্ধানুষ্ঠান করতে হবে। রীতি মেনে গোটা গ্রামের উপস্থিতিতে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্মশানে স্ত্রীর কুশপুতুল নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে শ্মশানে নিয়ে যান। সেখানে মুখাগ্নি সহ সব ধর্মীয় কাজ মেনে দেহ দাহ করা হয়।

এদিন অচিন্ত্য রায় ও তার পরিবারের সদস্যরা বিধিবদ্ধ নিয়ম মেনে মস্তক মুন্ডন, শ্রাদ্ধশান্তি সহ গ্রামবাসীদের খাওয়ানোর আয়োজন করেন। এ ঘটনায় গোটা গ্রাম তীব্র চমকিত এবং হতভম্ব।

এ বিষয়ে অচিন্ত্য রায় জানান, “পরিবারে কোনও অশান্তি ছিল না, তবে সন্তান না হওয়া একটি দুঃখ ছিল। তবুও স্ত্রীর এই ধরনের আচরণে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

আরও পড়ুন – দেশে কৃষকের তুলনায় পড়ুয়াদের আত্মহত্যার সংখ্যা বাড়ায় টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...