বিহারে হাতে-হাতে বন্দুক! ভরা রেলস্টেশনে গুলি, মৃত ৩

মঙ্গলবার রাতে গুলি (firing) চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ২৩-এর এক যুবক বছর ১৬-র এক কিশোরী ও তার বাবার উপর গুলি (firing) চালায়

নীতীশ কুমারের মুখ্যমন্ত্রিত্বে প্রকাশ্যে বন্দুকবাজি হয়েছে নিত্যদিনের ঘটনা। বিজেপির জোট সরকার হাতে হাতে বন্দুক তুলে দিয়ে বিহারকে (Bihar) আতঙ্কের রাজ্যে পরিণত করেছে। এবার ভরা রেলস্টেশনে চলল গুলি। মৃত্যু হল তিনজনের। প্রেমের সম্পর্কের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

বিহারের আরা রেলস্টেশনের (Ara Railway station) ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজের (footbridge)  উপর আচমকাই মঙ্গলবার রাতে গুলি (firing) চলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ২৩-এর এক যুবক বছর ১৬-র এক কিশোরী ও তার বাবার উপর গুলি (firing) চালায়। পরে নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও বিহার (Bihar) পুলিশের আধিকারিকরা।

পুলিশি তদন্তে উঠে এসেছে, বিহারের ভোজপুরের বাসিন্দা আমন কুমার নামে ওই যুবক ওই কিশোরী ও তার বাবাকে অনুসরণ করে আরা স্টেশনে এসে পৌঁছায়। পুলিশের অনুমান, কিশোরীকে তার বাবা স্টেশন থেকে দিল্লিতে যাওয়ার ট্রেনে তুলতে এসেছিলেন। কোনও এক আত্মীয়ের সঙ্গে দিল্লি যাচ্ছিল। সেই সময় আমন ফুটব্রিজে (footbridge) তাদের উপর সামনে থেকে গুলি চালায়।

খুনের রহস্য খুঁজতে প্ল্যাটফর্মের ৪০টি সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে ফুটব্রিজের উপরের সিসিটিভি-র ফুটেজও খতিয়ে দেখা হবে। তবে প্ল্যাটফর্মে কীভাবে বন্দুক নিয়ে চলে এলো যুবক, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যবহার করা বন্দুকটি বাজেয়াপ্ত করে কোথা থেকে সে এই বন্দুক পেল, তা তদন্ত করে দেখা হবে।