হাইকোর্টে হার শান্তনুর, একসঙ্গে বারুনীমেলার আয়োজনের ডাক মমতাবালার

মতুয়া মেলার অনুমতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) পেলেও তিনি কাছে টেনে নিলেন বিজেপির সাংসদ ও পরিবারের সদস্য শান্তনু ঠাকুরদের

ঠাকুরনগরে বারুনী মেলার আয়োজনে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আহ্বান তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মেলার আয়োজন নিয়ে ধাক্কা খাওয়ার পরে ঠাকুর পরিবারের দুই গোষ্ঠীর সৌহার্দ্রেই নজর মমতা বালা ঠাকুরের। কোনওরকম বৈরিতা সরিয়ে রেখে একসঙ্গে বারুনী মেলার (Barunimela) আয়োজনের ডাক দিলেন শান্তনু ঠাকুরকে (Santanu Thakur)।

চাপের মুখে ঠাকুরনগরের (Thakurnagar) বারুনী মেলা আয়োজনে এবার মমতাবালা ঠাকুরের পাশেই দাঁড়ালেন শান্তনু ঠাকুররা (Santanu Thakur)। মেলা নিয়ে গত কয়েক বছরের দ্বন্দ্ব কাটল প্রাথমিকভাবে। এবার বারুনী মেলায় একসুরে মতুয়াদের ঠাকুর পরিবার।

মেলার দুই কমিটি মিলে তৈরি হয়েছে নতুন কমিটি। এই কমিটি এবারের বারুনী মেলা (Barunimela) পরিচালনা করবে। মতুয়া মেলার অনুমতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) পেলেও তিনি কাছে টেনে নিলেন বিজেপির সাংসদ ও পরিবারের সদস্য শান্তনু ঠাকুরদের। এ বছর নতুন এই কমিটি মেলার কাজকর্ম পরিচালনা করবে। দুই কমিটি মিলে বারুনী মেলার আয়োজন করার খবরে খুশি ভক্তরা।