Tuesday, November 11, 2025

মুখ্যমন্ত্রীর বার্তা বাড়ি বাড়ি পৌঁছাতে ময়দানে মহিলারা, ঘোষণা দেড় মাসের কর্মসূচি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে মাঠে নামছেন রাজ্যের মহিলারা। দলীয় কর্মসূচি আরও গতিশীল করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। বুধবার তৃণমূল ভবনে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী দেড় মাস ধরে বিভিন্ন কর্মসূচি চলবে, যাতে দলের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, অর্পিতা ঘোষসহ তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী এবং রাজ্য কমিটির শীর্ষ নেত্রীরা। চন্দ্রিমা ভট্টাচার্য দলের মহিলাদের উদ্দেশে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলারা আরও এগিয়ে চলেছে, কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও রাজ্যবাসীর জন্য একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই বার্তা পৌঁছে দিতে আমরা একাধিক কর্মসূচি গ্রহণ করেছি।”

এবার দলের মহিলা সদস্যরা শুরু করতে চলেছেন পাঁচটি বড় কর্মসূচি, যার মধ্যে উল্লেখযোগ্য হল:

১. আঁচল কর্মসূচি (১ এপ্রিল – ১৫ মে):
এটি একটি দেড় মাস ব্যাপী কর্মসূচি, যেখানে রাজ্যের গ্রামীণ ব্লক, পুরসভা এবং কলকাতার বিভিন্ন ওয়ার্ডে মহিলারা গোল হয়ে বসে সভা করবেন। এক হাজারেরও বেশি সভা আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি অঞ্চলে।

২. তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা:
এটি একটি প্রচারমূলক লিফলেট কর্মসূচি, যেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা লিফলেট বিতরণ করবেন। প্রতিটি বুথের প্রায় ২৫০টি বাড়িতে এই লিফলেট পৌঁছানো হবে।

৩. এসো হে বৈশাখ ও শঙ্খযাত্রা:
১ লা বৈশাখে, রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হবে, যার নাম রাখা হয়েছে ‘শঙ্খযাত্রা’। এই মিছিলে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে।

৪. রক্তবন্ধন (১ জুলাই):
চিকিৎসক দিবস উপলক্ষে, গোটা রাজ্যে রক্তদান শিবির আয়োজন করা হবে, যেখানে ২ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এই কর্মসূচিগুলি দলের মহিলাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ২০২৫ সালের নির্বাচনে দলের শক্তি আরও বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- দক্ষিণ কলকাতার কোন্দল পৌঁছল বিধাননগরে, অনুপমের বিরুদ্ধে ফের পোস্টার

_

 

_

 

_

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...