Monday, August 25, 2025

মাদকাসক্ত সাহিলের বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, নাতির-কাণ্ডে হতাশ ঠাকুমা

Date:

Share post:

মীরাটের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যেভাবে প্রেমিক সাহিলের(sahil) সঙ্গে ষড়যন্ত্র করে স্বামী সৌরভকে খুন করার পর ১৫ টুকরো করে ড্রামে ভরে দেহাংশ লোপাটের চেষ্টা করা হয়েছে, তা নাড়া দিয়ে গিয়েছে গোটা দেশকে। তবে যত দিন যাচ্ছে, ততই নানান নতুন তথ্য সামনে আসছে। যেমন, ধৃত সাহিলকে  নিয়ে ফের আর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সাহিলের ঠাকুমা দাবি করলেন, মাদকের নেশা তো ছিলই, বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সাহিলের।মাদকের নেশাতেই এমন কাণ্ড ঘটিয়েছে হয়তো, হতাশার সুর ঠাকুমার গলায়।গ্রেফতারির পর মুসকান রাস্তোগীর(muskan rastogi) বাড়ির লোকজন তার সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী, সাহিলের পরিবারের কেউও তার গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসেনি। একমাত্র বুধবার মীরাটের জেলে সাহিলের সঙ্গে দেখা করতে আসেন তার অশীতিপর ঠাকুমা।

তিনি জানান, নাতির জন্য কিছু পোশাক এবং খাবার নিয়ে এসেছেন। একই সঙ্গে মৃত সৌরভ রাস্তোগীর জন্য তার গলায় হতাশার সুর। বৃদ্ধা জানান, বুলন্দ শহরের বাড়িতে তার সঙ্গে থাকত সাহিল।বছরখানেক আগে সাহিলের মা মারা গিয়েছেন। তার বাবা নয়ডায় থাকেন। তিনি এক বা দুই মাস অন্তর বুলন্দশহরের বাড়িতে  আসতেন।

বৃদ্ধা আরও জানান, সৌরভ হত্যাকাণ্ডে সাহিল গ্রেফতার হওয়ার পর, তার বাবা আর বুলন্দশহর মুখো হননি। তবে সাহিল যে সবসময় নেশা করে থাকত, তা বৃদ্ধা স্বীকার করেছেন।তিনি বলেন, সাহিলকে মাদকের পাশাপাশি মহিলার নেশাও পেয়ে বসেছিল।

মীরাটের(mirat) জেল সুপার বীরেশ রাজ শর্মা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সাহিলের সঙ্গে ঠাকুমাকে দেখা করতে দেওয়া হয়েছে। তবে সাহিলের সঙ্গে জেলের ভেতরে দুর্ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা তিনি মানতে চাননি। ১০ দিন পর জেলের ভিতর কোনও কাজে নিযুক্ত করা হবে সাহিলকে।এদিকে মুসকান সরকারি আইনজীবী চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন।

 

spot_img

Related articles

মহিলা সংঘের ভোটে বিপুল জয় তৃণমূলের, অন্য সমিতিতে জিতেই নন্দীগ্রামে ‘তাণ্ডব’ বিজেপির!

নন্দীগ্রামের সমবায় নির্বাচনে একদিকে নাটশাল–১ মহিলা সংঘে বিপুল জয় পেল তৃণমূল, অন্যদিকে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির বোর্ড...

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...