Friday, November 14, 2025

জঞ্জাল যন্ত্রণা থেকে মুক্তি হাওড়াবাসীর, বেলগাছিয়ার আবর্জনা সরছে কলকাতার ধাপায়

Date:

Share post:

হাওড়ার বেলগাছিয়ার (Belghachia, Howrah) ভাগাড় থেকে কমছে আবর্জনার স্তূপ। ধসের জেরে বহু পরিবারকে ঘর ছাড়া হতে হয়েছে। এখনও চোখে মুখে আতঙ্ক এলাকাবাসীর। এসবের মাঝেই বিশেষজ্ঞদের সাথে কথা বলে হাওড়া জেলা প্রশাসনের তরফে জঞ্জাল অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার থেকেই সেই কাজ শুরুও হয়েছে। আপাতত হাওড়ার জঞ্জাল নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপায় (Howrah garbage removed from the site to Kolkata Dhapa)। পাশাপাশি ভাগাড়ে ধসের জেরে ঘরছাড়া ২৬০টি পরিবারকে আবাস যোজনার মাধ্যমে পাকা বাড়ি করে দেওয়া হবে। এদিন ৬০টি অতি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১৫ হাজার এবং তুলনায় অল্প ক্ষতিগ্রস্ত ১১৩টি পরিবারের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবারই রাজ্যের পুর নগরোন্নয়ন দফতরের সঙ্গে আর একপ্রস্ত বৈঠকে বসবেন হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation) দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। যতদিন না গৃহহীনদের মাথার উপরে পাকা ছাদ করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে ততদিন অস্থায়ী বাসস্থান হিসাবে একটি স্কুলবাড়ি এবং কন্টেনারের বন্দোবস্ত করেছে প্রশাসন। কিন্তু বাসিন্দারা বলছেন তাঁরা ঘর চান, যাযাবরের মতো জীবন যাপন করতে রাজি নন। তবে ওই এলাকায় স্থায়ী নির্মাণকাজ শুরুর আগে ‘সয়েল টেস্ট’ (Soil Test) করে নিতে চাইছে প্রশাসন। সে ক্ষেত্রে এলাকাটির মাটি নির্মাণকাজের ভার বহন করতে কতটা সক্ষম তার একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাই তাড়াহুড়ো না করে পরিকল্পনামাফিক কাজ এগোতে চাইছেন ইঞ্জিনিয়াররা। ধস-পরবর্তী পরিস্থিতিতে বেলগাছিয়া ভাগাড়ে আপাতত ময়লা ফেলা হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, রোজকার জঞ্জাল শিবপুরের (Shibpur) আড়ুপাড়ায় ফেলা হবে। কিন্তু তা করতে গিয়ে বুধবার বাধার মুখে পড়তে হয় পুর প্রশাসনকে। এরপরই পরিকল্পনা বদল করে হাওড়ার আবর্জনা আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার ধাপায়। বুধবারের বৃহস্পতিবার সকাল থেকেও সেই কাজ শুরু হয়ে যায়।

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...