Tuesday, January 13, 2026

গণধর্ষণ নয়, দোষী একজনই: আর জি কর-কাণ্ডে বিশেষজ্ঞদের রিপোর্টে ভিত্তিতে হাই কোর্টে জানাল CBI

Date:

Share post:

দীর্ঘ টালবাহানা ও নাটকের পর এবার আদালতে কলকাতা পুলিশের তদন্তে সিলমোহর দিল সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে (R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করা হয়েছিল, নাকি গণধর্ষণ? শুনানিতে জানতে চেয়েছিলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। শুক্রবার, তদন্তকারী সংস্থা সিবিআই হাই কোর্টে জানাল, গণধর্ষণ করা হয়নি অভয়াকে। দোষী একজনই।

আদালতের নির্দেশ মেনে শুক্রবার হাই কোর্টে (Calcutta High Court) কেস ডায়েরি নিয়ে যায় CBI। সেই সঙ্গে স্টেটাস রিপোর্টও জমা দেয় গোয়েন্দা সংস্থা। আর তাতেই প্রমাণের কথা উল্লেখ করে সিবিআই জানিয়েছে, এটা ধর্ষণের ঘটনা। এদিন বিচারপতি ঘোষ জানতে চান, যদি গণধর্ষণ হয়ে থাকে, তাহলে তদন্তে কি আর কারও নাম পাওয়া গিয়েছে? সিবিআই জানায়, ডিএনএ পরীক্ষার জন্য সব প্রমাণ ফরেন্সিকে পাঠানো হয়েছিল। ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসকের টিম খতিয়ে দেখে জানিয়েছে, এটা গণধর্ষণ নয়, একজনই এই কাজ করেছে। ফরেনসিক বিভাগের তদন্তে উঠে এসেছে, একজনই ওই ঘৃণ্য় কাজ করেছে।

সিবিআই-এর আইনজীবী এদিন আদালতে জানান, ইতিমধ্যেই হাসপাতালের সঙ্গে যুক্ত সব নার্স ও চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাটে আর কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবরআদালতে ৩ পাতার ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিল CBI, নজরে ৩ জনের কল ডিটেলস

খুন-ধর্ষণের ঘটনায় কলকাতা পুলিশ কতদূর পর্যন্ত তদন্ত করেছিল সেই কেস ডাইরি এদিন   সিবিআইকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ আদালত। পাশাপাশি, ময়নাতদন্ত রিপোর্টে, ইনকোয়েস্ট রিপোর্টে কী উল্লেখ করা হয়েছিল ও এখন পর্যন্ত কতজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সেই তালিকা আগামী ২৩ এপ্রিল আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চেয়েছেন, সিবিআই কেন তদন্তে আর এগোতে পারছে না, কেন তাদের এতো সময় লাগছে সেটা রিপোর্ট দিয়ে  জানাতে হবে আগামী শুনানিতে।

spot_img

Related articles

যৌনতার ট্যাবু ভেঙে সোশ্যাল মিডিয়ার নির্ভীক কন্ঠস্বর, জনপ্রিয়তার শিরোনামে গল্পকার সীমা!

ভারতীয় সংস্কৃতিতে যৌনতা (Sex) নিয়ে কথা বলার ক্ষেত্রে বরাবরই একটা ট্যাবু কাজ করেছে। খুব সহজ স্বাভাবিক বায়োলজিক্যাল একটা...

এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভ! অবরোধ-বিক্ষোভে উত্তাল একাধিক জেলা

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা তথ্যগত অসঙ্গতি সংশোধনের নামে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR) ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায়...

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...