Monday, November 10, 2025

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি

Date:

Share post:

চলতি বছরের মার্চে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে অবদান রেখেছেন জ্যাকব ডাফি। পাঁচ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেলেন ডাফি। দীর্ঘদেহী এই পেসার এখন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার।গত সপ্তাহে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিলেন শীর্ষ পাঁচে।বুধবার আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে চার স্পিনার ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন, ভারতের বরুণ চক্রবর্তী, ইংল্যান্ডের আদিল রশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে চূড়ায় উঠে এসেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন নিউজিল্যান্ডের আরেক পেসার বেন সিয়ার্স। ২১ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন সিয়ার্স। পাকিস্তান সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।গত মাসে বাংলাদেশের কোনও টি-টোয়েন্টি ম্যাচ না থাকলেও বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের। দুজনই এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ১৫ ও ১৯ নম্বরে আছেন। অফ স্পিনার মেহেদী হাসান আগের অবস্থান ১৩ নম্বরেই আছেন।

ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা আট নম্বরে উঠে এসেছেন টিম সাইফার্ট। নিউজিল্যান্ডের এই ওপেনার পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৮ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া বাবর আজম নেমে গিয়েছেন নয় নম্বরে। প্রথম ৩০-এ বাংলাদেশের কোনও ব্যাটসম্যান নেই। এক ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠে এসেছেন তাওহিদ হৃদয়।

অলরাউন্ডারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে কোনও বদল আসেনি। যথারীতি সবার ওপরে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া। সাকিব আল হাসানের সুবাদে এক সময় অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকেই থাকত বাংলাদেশের নাম। এখন প্রথম ৩০-এ বাংলাদেশের কোনও অলরাউন্ডার নেই।দলীয় র‍্যাঙ্কিংয়েও উন্নতি করেছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজকে পাঁচে নামিয়ে চারে উঠে এসেছে কিউইরা।  পাকিস্তান আছে আগের মতোই সাত নম্বরে। বাংলাদেশ আছে নয় নম্বরে।

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...