‘বন্ধু’ ট্রাম্পের থেকে আসা শুল্ক-উপহারের ধাক্কায় মুখ পুড়েছে মোদি সরকারের। এরপর ভারতীয় পণ্যের উপর আমেরিকার চাপানো পাল্টা শুল্কের প্রতিক্রিয়া সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে বিবৃতি দিল বাণিজ্য ও শিল্প মন্ত্রক। বৃহস্পতিবার এবিষয়ে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, আমেরিকার প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে পর্যালোচনা করা হচ্ছে। শীঘ্রই সমস্ত শিল্প এবং রপ্তানিকারক সংস্থার সঙ্গে কথা বলে শুল্ক পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা হবে।

বাণিজ্য মন্ত্রকের বার্তা, ‘বিকশিত ভারতে’র দৃষ্টিভঙ্গি সামনে রেখে সমস্ত ভারতীয় শিল্প এবং রফতানিকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সকলের প্রতিক্রিয়া জানা যায়। মার্কিন বাণিজ্যনীতিতে এই নতুন বদলের ফলে ভারতের সামনে কী কী সুযোগ আসতে পারে, সে সবও খতিয়ে দেখার কথা বলেছে কেন্দ্র।

আরও পড়ুন- ভার্মাকাণ্ডের প্রভাব? এবার নিজেদের সম্পদের তথ্য ঘোষণা করবেন শীর্ষ আদালতের বিচারপতিরা

_

_
_

_

_

_

_


_

_
