এপ্রিলেই রুবি- বেলেঘাটা রুটে মেট্রো পরিষেবা চালু!

চলতি মাসেই শহরবাসীকে সুখবর দিতে চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা যাচ্ছে এপ্রিলেই রুবি থেকে বেলেঘাটা (Rubi- Beleghata Route)পর্যন্ত প্রায় ৪.৫ কিলোমিটার অংশে পরিষেবা শুরু করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি আগামী সপ্তাহেই শিয়ালদহ ও এসপ্ল্যানেড রুট পরিদর্শন করতে পারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। দ্রুত এই যাত্রাপথেও পরিষেবা চালুর চিন্তাভাবনা চলছে।

বর্তমানে অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫.৪ কিলোমিটার অংশে আপাতত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। এবার রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো ছুটতে শুরু করার অর্থ কলকাতা মেট্রোর দীর্ঘতম করিডরের মোট ৯.৯ কিমি অংশে চলবে যাত্রী পরিষেবা। হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মেট্রো স্টেশন থেকে পরপর স্টেশনগুলি হল ভিআইপি বাজার বা টেগোর পার্ক, পঞ্চান্নগ্রাম বা ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি) এবং শেষে বেলেঘাটা। যদিও ঠিক কবে থেকে পরিষেবা শুরু হবে তা স্পষ্ট নয়।