হাওড়ার আন্দুলে (Andul) একটি থার্মোকলের কারখানায় (thermocol factory) আগুন লাগে শনিবার দুপুরে। আগুনের তীব্রতায় ভেঙে পড়ে কারখানার টিনের চাল। সেখানেই আটকে পড়ে মৃত্যু হয় কারখানার এক শ্রমিকের। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই কারখানায় আগেও আগুন লাগার ঘটনা ঘটেছিল। বারবার একই কারখানায় আগুন লাগায় অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের।

আন্দুল রোডের (Andul road) ধারে আলমপুর মোড়ে একটি থার্মোকলের থালা বাটি তৈরির কারখানা রয়েছে। শনিবার তিনটা নাগাদ সেখানে আগুন লাগে। সেই সময় কারখানায় আকাশ হাজরা ও আরও এক শ্রমিক কাজ করছিল। থার্মোকল (thermocol) গলানোর তাপের তীব্রতা বেশি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে বলে দাবি ওই কর্মীর। আগুনের তাপে টিনের চাল ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যান আকাশ হাজরা নামে ওই শ্রমিক।

স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী (fire brigade)। আগুন নেভার পরই ভাঙা সেডের নিচে থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আকাশকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

–


–


–

–

–

–
–

–
