Wednesday, November 12, 2025

নেতা কে: উত্তর পেতে ভোটাভুটি সিপিআইএমে! রাজনীতির ‘বেবি’ কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

গণতন্ত্রের ধ্বজা ওড়িয়ে বেড়ালেও চিনের পদাঙ্ক অনুসরণ করা সিপিআইএম এবার কী সত্যিকারের গণতন্ত্রের পথে? দলের নেতৃত্ব নির্বাচন নিয়ে বাংলায় ভোটাভুটির পথ ছাড়া কোনও উপায় খোলা ছিল না। এবার সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (central committee) গঠন করতে গিয়েও ভোটাভুটি করতে হল দেশের নেতাদের। কার্যত বাম নেতাদের স্বৈরাচারী মনোভাব যে দলের ভিতরেও আর চলবে না তা-ই স্পষ্ট হয়ে গেল সিপিআইএমের (CPIM) ২৪ তম মাদুরাইয়ের পার্টি কংগ্রেসের (Party Congress) শেষে। অবশেষে দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারা বামেদের ‘শিশু’ (baby) কটাক্ষ তৃণমূলের।

পার্টি কংগ্রেসের প্রথম দিন প্রেসিডিয়ামে জায়গা করে নিয়েছিলেন বাংলার বাম যুব সংগঠনের সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। সেখানেই খানিকটা নিশ্চিত হয়ে গিয়েছিল বঙ্গ নেতৃত্ব মীনাক্ষির কেন্দ্রীয় কমিটিতে স্থান করে নেওয়ার বিষয়ে। রবিবার পার্টি কংগ্রেস শেষে মীনাক্ষির পাশাপাশি বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে (central committee) নতুন স্থান পান কণিনীকা ঘোষ। এছাড়াও একাধিক নতুন মুখ থাকলেও বাংলা থেকে সিপিআইএমের রাজনীতিতে বর্তমানে প্রথম সারির নেতাদের কেউ নেই। রয়েছেন দুই প্রথম সারির নেত্রী। সেখানেও বাংলার শাসকদল তৃণমূলের পথ অনুসরণ করে মহিলা মুখে প্রাধান্য দিতে বাধ্য হল বামেরা।

তবে যে সিপিআইএম (CPIM) বাংলায় ৩৪ বছর ক্ষমতায় থাকার পরই ক্ষমতা থেকে সরে যাওয়ার পরই শূন্য নেমে গিয়েছে। এর থেকে বারবার প্রমাণিত বাংলার মানুষের মনই বুঝতে পারেনি সিপিআইএম। ফলে ২০২৫ সালে রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাতেই ভোটাভুটির পথে যেতে হয়েছে সিপিআইএম নেতৃত্বকে। সেই একই পথে এবার কেন্দ্রীয় কমিটিও। কমিটি গঠন করতে কে সদস্য হবেন, তা নিয়ে একজনের ক্ষেত্রে ভোটাভুটির পথে যেতে হয় সিপিআইএমকে। যদিও সাধারণ সম্পাদক পদে এম এ বেবির (M A Baby) নির্বাচন নিয়ে দ্বিমত হয়নি।

সেখানেও মহারাষ্ট্র লবিকে সমর্থন বাংলার সিপিআইএম নেতাদের। তবে এম এ বেবি সিপিআইএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে বর্তমান রাজ্য সিপিআইএমের প্রতীক বলে কটাক্ষ রাজ্যের শাসকদলের। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, কারো নাম নিয়ে কটাক্ষ কটাক্ষ করছি না। সিপিআইএম (CPIM) এখন বেবি (baby) বলেই বেবি-কে (M A Baby) সাধারণ সম্পাদক করেছে। ওঁদের এখন সাবালক হতে সময় লাগবে।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...