দূর্ঘটনার কবলে ইস্টবেঙ্গলের তারকা ফুটবলার প্রভসুখন গিল(Prabhsukhan Gill) ও আনোয়ার আলি(Anwar Ali)। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি তাদের। ইস্টবেঙ্গলের(Eastbengal) অনুশীলনে আসার সময়ই দূর্ঘটনার কবলে পড়ে আনোয়ারদের গাড়ি। তবে তাদের কোনওরকম ক্ষতি হয়নি। ইস্টবেঙ্গলের অনুশীলনেও যোগ দিয়েছেন আনোয়ার আলি ও প্রভসুখন গিল। এই মুহূর্তে সুপার কাপের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল। তারই মাঝে আনোয়ার(Anwar Ali) এবং প্রভসুখন গিলের এমন খবর যে খানিকটা হলেও চিন্তা বাড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল জনতার তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইএসএলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল(Eastbengal)। বরং একের পর এক হারে হতাশই হতে হয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। আইএসএলে(ISL) লাল-হলুদ ব্রিগেডের যাত্রা শেষ হয়েছে ৯ নম্বর স্থানে। এবার সামনে সুপার কাপের খেলা। গতবারের চ্যাম্পিয়ন তকমা ধরে রাখাই ওখন প্রধান চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে। কিন্তু সেই লক্ষ্যেই কিছুক্ষণের জন্য চিন্তা ধরে গিয়েছিল অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon)।

আনোয়ার আলি(Anwar Ali) এবং প্রভসুখন গিলের(Prabhsukhan Gill) দূর্ঘটনার কথা শুনে। এবারের আইএসএলের শেষের দিকে ম্যাচে খেলতে পারেননি আনোয়ার আলি। সদ্য চোট সারিয়ে লাল-হলুদের প্রস্তুতিতে ফিরেছেন তিনি। সেই সময় এমন একটা দূর্ঘটনার কবলে পড়ার খবর যে চিন্তায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না। তবে পড়ে খবর নিয়ে জানা গিয়েছে সেরকম বড়সড় কিছু নয়। ইস্টবেঙ্গলের দুই ফুটবলার প্রভসুখন গিল এবং আনোয়ার আলি একেবারে ঠিকই আছে। ইতিমধ্যে তারা প্রস্তুতিতেও যোগ দিয়েছেন।

গতকালই সুপার কাপের(Super Cup) সূচী ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২০ এপ্রিল প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচে জিততে পারলে ইস্টবেঙ্গলের সামনে ডার্বি হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকবে। অবশ্য অন্যদিকে মোহনবাগানকেও জিততে হবে। আপাতত সুপার কাপে ঘুরে দাঁড়ানোর প্রস্তুতিতেই ব্যস্ত লাল-হলুদ ব্রিগেড।


–

–

–

–

–

–

–

–