Thursday, December 18, 2025

চেন্নাইয়ের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বুধবার

Date:

Share post:

আইএসএলে(ISL) চূ়ড়ান্ত ব্যর্থ। এখন ইস্টবেঙ্গলের(Eastbengal) পাখির চোখ শুধুই সুপার কাপ। গতবারের চ্যাম্পিয়ন তারা। সেই ধারা এবার অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে অস্কার ব্রুজোঁর কাছে এই লিগটা যে বড় চ্যালেঞ্জ তা বলাই যায়। সুপার কাপে(Super Cup) নামার আগে প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না লাল-হলুদ কোচ। সেইকারণে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চাইছে ইস্টবেঙ্গল। সেইমতো চেন্নাইয়িন এফসির(Chennaiyan Fc) সঙ্গে কথাবার্তাও হয়েছে একপ্রস্থ। কিন্তু সেই খেলাটা হবে কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই।

এখানে চেন্নাইয়িন এফসির দুটো প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তারমধ্যে একটি ম্যাচ মহমেডান এফসির সঙ্গেও তাদের খেলার কথা ছিল। কিন্তু সেই ম্যাচ নিয়ে এই মুহূর্তে কোনও নিশ্চয়তা নেই। এখন খেলতে হলে শুধু ইস্টবেঙ্গলের(Eastbengal) বিরুদ্ধেই খেলতে হবে। এই একটা ম্যাচ খেলার জন্য চেন্নাইয়িন এফসি আসবে কিনা সেটা নিয়েই খানিকটা সংশয় রয়েছে। শোনাযাচ্ছে বুধবার রাতে চেন্নাইয়িন এফসি তাদের আসার কথা নিশ্চিত করবে।

ইস্টবেঙ্গল(Eastbengal) গত চার তারিখ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের সুপার কাপের প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামবে লাল-হলুদ ব্রিগেড। তার আগে অবশ্য একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোচ অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon)। নিজেদের দলের কোন কোন জায়গায় সমস্যা থাকতে পারে সেটাই বোধহয় বুঝে নিতে চাইছেন তিনি। একটানা প্রস্তুতির পর অবশ্য বুধবার ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে ছুটি দিয়েছেন লাল-হলুদের হেডস্যার।

অস্কার ব্রুজোঁ দায়িত্ব নেওয়ার পর থেকেই খানিকটা ঘুরে দাঁড়িয়েছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও এবারের আইএসএলে ৯ নম্বর স্থানেই থামতে হয়েছিল তাদের। এবার ইস্টবেঙ্গলের প্রধান সমস্যাই ছিল চোট আঘাত। সেই কথা মাথায় রেখেই দলের প্রস্তুতি সারছেন অস্কার। দলের সকলেই প্রস্তুতিতে যোগ দিয়েছেন। সুপার কাপে(Super Cup) কীভাবে খেলবেন তারা সেই নিয়ে এখন থেকেই ছক কষতে শুরু করে দিয়েছেন অস্কার। শেষপর্যন্ত সুপার কাপে তারা পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...