ওয়াকফ আইনের বিরোধিতা যে কোনো মূল্যেই করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার জন্য তিনি নেতাজি ইন্ডোরে বৈঠকের আয়োজন করেছেন। কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই প্ররোচনা দিয়ে ওয়াকফ (WAQF Amendment Act) আন্দোলনে অশান্তি বাধানোর চেষ্টা হতে পারে, এমন সতর্কতা তিনি দিয়েছিলেন। তিনি সেই আশঙ্কাই সত্যি হল মুর্শিদাবাদের সুতিতে (Suti)। ভুল বার্তা দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হয় শুক্রবার। তবে পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভুল খবর ছড়ানোর পিছনে যারা, তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

জঙ্গিপুরের পর সুতি, সামসেরগঞ্জ এলাকায় ওয়াকফ বিরোধী আন্দোলনের অজুহাতে অশান্তি বাধানোর চেষ্টা চলে শুক্রবার। জাতীয় সড়ক (National Highway) অবরোধ করে আগুন লাগানো হয় পুলিশের গাড়িতে। নিমতিতা (Nimtita) স্টেশনে ট্রেনে পাথর ছড়ারও অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ উত্তরবঙ্গের রেলপথ বন্ধ রাখা হয় পূর্ব রেলের তরফে। অন্যদিকে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে শুক্রবার অনেক রাত পর্যন্ত।

পরে বিরাট সংখ্যায় পুলিশ ও ব়্যাফ (RAF) মোতায়ন করা হয় ঘটনাস্থলে। পুলিশের তরফে জানানো হয়, সুতি-সামশেরগঞ্জের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অশান্ত জনতাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে জাতীয় সড়কে (National Highway) যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তবে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পুলিশ। নিমতিতাসহ পার্শ্ববর্তী সব এলাকাগুলিতে শুরু হয়েছে জোর তল্লাশি। অশান্তি ছড়ানোর জন্য দায়ী যারা, তাদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সঙ্গে যারা ভুল তথ্য ছরিয়ে অশান্তি ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

–

–

–

–

–

–

–
