Monday, December 29, 2025

ঐতিহাসিক সুপ্রিম নির্দেশ: বিল নিয়ে তিনমাসেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতিকে

Date:

Share post:

এক ঐতিহাসিক রায়ে রাজ্যের পাশ করা যে কোন বিলে তিন মাসের মধ্যে অনুমোদন দেবেন রাষ্ট্রপতি (President of India), এমনই নির্দেশ জারি করল দেশের শীর্ষ আদালত। তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্যপালের বিরুদ্ধে করা তামিলনাড়ু ডিএমকে (DMK) সরকারের মামলায় এই ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মহাদেবনের ডিভিশন বেঞ্চ। তিনমাসের মধ্যে রাষ্ট্রপতি কোনও পদক্ষেপ না নিলে রাজ্যের ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির বিরুদ্ধে ম্যানডামাস (mandamus) রিট পিটিশন দাখিল করার। যার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া সম্ভব হবে।

তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি (Governor R N Rabi) কয়েক মাস ধরে রাজ্য সরকারের প্রায় ১০টি বিল ফেলে রেখে দিয়ে কোনও পদক্ষেপ না করায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিএমকে সরকার। সেই মামলায় এর আগেই বিধানসভায় পাস হওয়া বিলে রাজ্যপালের কোনও রকম ভেটো দেওয়ার বিরুদ্ধে রায় দেয় সুপ্রিম কোর্ট। সংবিধানের সেই ২০১ ধারার (Article 201) উল্লেখ করেই শীর্ষ আদালতের রায়, রাষ্ট্রপতিও কোনও বিলে সর্বোচ্চ ভেটো (absolute veto) প্রয়োগ করতে পারবেন না।

এর পাশাপাশিই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, রাজ্যপালের থেকে যে আইন রাষ্ট্রপতির (President of India) কাছে পাস হওয়ার জন্য আসবে, তা বিনা কারণে তিন মাসের বেশি তিনি আটকে রাখতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কোনও প্রশ্ন তুললে রাজ্যকে তার যথাযথ উত্তর দিতে হবে ও সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে কেন্দ্রের সরকারও তার আইনগত পর্যালোচনা করার সময় প্রকৃত অর্থে কোনও ক্ষমতা দেখাতে পারবে না।

মোদি জমানায় বিরোধী রাজ্যগুলির ক্ষেত্রে বিধানসভায় পাস হওয়া বিল আটকে রাখায় কার্যত রেকর্ড করেছে স্বৈরাচারী সরকার মনোনিত রাজ্যপালেরা। সেই স্বৈরাচারী মনোভাবে লাগাম পরিয়ে রাজ্যের বিল আইনে পরিণত করায় নতুন দিশা সুপ্রিম কোর্টের নির্দেশে। এই নির্দেশে আরও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রাষ্ট্রপতি বিলে বিনা কারণে স্বাক্ষর না করে আটকে রাখেন, তবে রাজ্য আদালতের দ্বারস্থ হতে পারে রাষ্ট্রপতির বিরুদ্ধে। সেক্ষেত্রে ম্যানডামাস (mandamus), অর্থাৎ আদালতের মাধ্যমে বিলে সই করানোর আবেদন জানিয়ে রিট পিটিশন (writ petition) দাখিল করার ক্ষমতা রাজ্যকে দিলো আদালত।

spot_img

Related articles

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

এসআইআর (SIR Tension) আতঙ্কে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। সোমবার ফের একদিন তিনজনের মৃত্যু হল রাজ্যে। হাওড়া, নদিয়া এবং পুরুলিয়ায়...

উত্তর না পেলে আবার আসছি: কমিশন দফতরে পাঁচ দাবি পেশ করে স্পষ্ট করল তৃণমূল

কমিশন জানাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নানাভাবে সন্দেহভাজন। তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু আজও তার...

বেহালাতে বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ যুবক

রাস্তায় বন্ধুদের সঙ্গে আড্ডার মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala Shootout) জেম্‌স লং সরণির শিমুলতলা...