Saturday, August 23, 2025

ভুয়ো ওএমআর শিটে সম্মান নষ্ট: প্রশ্ন তুলে পথে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা

Date:

Share post:

সিবিআই-এর তদন্তে তাঁরা চিহ্নিত অযোগ্য (tainted) এসএসসি চাকরি প্রাপক হিসাবে। গাজিয়াবাদে একটি বাড়ির ছাদ থেকে পাওয়া ওএমআর শিটের (OMR sheet) ভিত্তিতে তাঁদের অযোগ্য বলে দাবি করে সিবিআই। হাইকোর্ট তাঁদের চাকরি বাতিল করে। এমনকি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে তাঁদের এত বছরের বেতন ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু যে ওএমআর-এর ভিত্তিতে তাঁদের এত বড় অসম্মান, তার সত্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার পথে নামলেন অযোগ্য চিহ্নিত চাকরিহারা শিক্ষকরা।

রাজ্যের ২৫,৭৫২ শিক্ষক সমাজের চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠক ডেকে যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান। পরবর্তী ধাপ হিসাবে অযোগ্য চিহ্নিতদের জন্য লড়াইয়ের কথাও তিনি বলেন। সরকার সিবিআই-এর (CBI) তদন্তে সন্দেহ প্রকাশ করে অযোগ্যদের অযোগ্য (tainted) হিসেবে চিহ্নিত করা নিয়ে প্রশ্ন তুলবে আদালতে, এমনটাও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই একই প্রশ্ন নিয়ে বিক্ষোভে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা।

সোমবার শহরের কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিল করেন অযোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁদের দাবি যে তথ্য-প্রমাণ তুলে ধরে তাঁদের অযোগ্য (tainted) হিসাবে চিহ্নিত করা হয়েছে, তার ভিত্তি কি তা এখনও স্পষ্ট করতে পারেনি সিবিআই (CBI)। শুধুমাত্র কিছু ওএমআরের (OMR sheet) ভিত্তিতে তাদের অযোগ্য চিহ্নিত করা হয়েছে। তাতে তাদের সম্মান নষ্ট হচ্ছে। সিবিআই-এর তদন্ত ভুয়ো দাবি করে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করার কথাও জানান তাঁরা।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...