Thursday, August 21, 2025

বারপুজোর দিনেও অস্কার-ক্লেটন ঝামেলা, রিপোর্ট জমা ক্ষুব্ধ কোচের

Date:

Share post:

নববর্ষের বারপুজোতেও ঝামেলা এড়াতে পারল না ইস্টবেঙ্গল(Eastbengal)। ক্লেটন(Cleiton Silva) বনাম অস্কারের(Oscar Bruzon) তুমূল ঝামেলা। ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট জমা দিলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। ক্লেটনকে নিয়ে যে তিনি একেবারেই খুশি নন, ম্যানেজমেন্টকে সেই কথাও জানিয়ে দিয়েছেন অস্কার ব্রুজোঁ। সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের ড্রেসিংরুমে যে অশান্তির আগুন তা কার্যত এবার সবার সামনেই চলে এল।

মঙ্গলবার সকালে প্রথা মেনে ইস্টবেঙ্গলে হয়ে গেল বারপুজো। কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে পুজোয় বসেছিলেন আসন্ন মরসুমের অধিনায়ক নাওরেম মহেশ(Naorem Mahesh)। এদিন বারপুজোর পরই ইস্টবেঙ্গল(Eastbengal) মাঠে প্রস্তুতিতে নেমে পড়ে ইস্টবেঙ্গল বাহিনী। আর সেখানেই যত ঝামেলা।

সেই প্রস্তুতিতেই ক্লেটন সিলভাকে(Cleiton Silva) প্রথমে নামাননি অস্কার ব্রুজোঁ। তাঁকে সাইডলাইনেই প্রস্তুতি সারাচ্ছিলেন কোচ অস্কার ব্রুজোঁ। সেই সময়ই কোচের এই সিদ্ধান্ত কার্যত মেনে নিতে পারেননি ক্লেটন সিলভা। কয়েকদিন আগেই ঝামেলায় জড়িয়েছিলেন কোচের সঙ্গে। এবারও সেটাই যেন আরও বড় আকার ধারন করল।

মাঠের সাইড লাইনে এসে প্রথমে টিমের সাপোর্ট স্টাফদের বেশ উত্তেজিত অবস্থাতেই অস্কারের সম্বন্ধে নানান কথা জানাতে থাকেন ক্লেটন। এরপর কোচ তাঁকে কিছু বলতে এলেই সমস্যা আরও বাড়ে। দুজনের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়ে যায়। অন্যান্য ফুটবলারদের মধ্যস্থতায় তা সামাল দেওয়া গেলেও, অস্কার কিন্তু ক্লেটনকে নিয়ে একপ্রকার নিজের সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। প্রস্তুতির পরই অস্কার ব্রুজোঁ ক্লেটনকে নিয়ে নিজের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। সেখানে নাকি ক্লেটনকে যে তিনি রাখতে চাননা সেই কথাও জানিয়ে দিয়েছেন কোচ অস্কার। এবার অবশ্য ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

এদিন পরের দিকে ইস্টবেঙ্গলের বারপুজোতে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ রায়ও।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...