নববর্ষ মানেই ময়দান জমজমাট। প্রতিটা ক্লাবে এদিন হয় বারপুজো। সেখানেই এই প্রথমবার কর্তা হিসাবে বারপুজোয় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। এরিয়ান(Arian Club) ক্লাবের সভাপতি হয়েছেন প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। মঙ্গলবার সকালেই প্রথা মেনে সব ক্লাবে বারপুজো। সেখানেই এরিয়ান ক্লাবের বারপুজোতে এলেন তাদের সভাপতি সৌরভ। তাঁর হাত দিয়েই হল বারপুজো। এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আপ্লুত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেও কিন্তু সৌরভের মুখে মোহনবাগানের প্রশংসা।

এদিন সকাল ঠিক সাড়ে দশটার সময় ক্লাবে আসেন সৌরভ। সেখানেই কিছুক্ষণ কর্তাদের সঙ্গে থেকে বারপুজো সারেন সৌরভ। বেশ খোশ মেজাজেই এদিন ছিলেন তিনি। শুধুমাত্র এরিয়ান ক্লাবেই নয়, এদিন দুপুরের দিকে মোহনবাগান ক্লাবেও গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

বারপুজোয় সভাপতি হিসাবে এই প্রথমবার। সেখানেও বেশ খোশমেজাজেই পাওয়া গেল সৌরভকে(Sourav Ganguly)। সেখানেও মোহনবাগানের দ্বিমুকুট নিয়ে বেশ উচ্ছ্বসিত সৌরভ। তিনি জানান, “দশ বছর ধরে আসছি। আমাদের ক্লাবে হয়। বোড়িশা স্পোর্টিং ক্লাবেও হয় বার পুজো। এখানে সভাপতির পদে আমি থাকলেও, আদতে সবটা সামলান সমরদাই। আমি সঙ্গে রয়েছি। মোহনবাগান দারুন দল। আইএসএলে আমরা শুরু থেকেই ট্রফি জিতছি”।

কয়েকদিন আগেই আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে ফের একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরই এই প্রথমবার ময়দানে। বারপুজোয় বিভিন্ন ক্লাবেও এবার গেলেন তিনি।
